উত্তরের (North Bengal) একাধিক ট্রেনের সময়সূচি বদলে গেল। হাওড়া, শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে ছাড়ার একাধিক ট্রেনের সময়সূচি বদলে যাচ্ছে। দার্জিলিং মেল, গৌড় এক্সপ্রেস, কাজিরাঙা এ্ক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, বালুরঘাট-শিয়ালদা এক্সপ্রেসের সময় বদলে যাচ্ছে। এই ট্রেনগুলি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যাওয়ার জন্য বেশ সাধারণ মানুষের কাছে একটু বেশিই জনপ্রিয়। তবে এবার এগুলো ছাড়াও আরো কয়েকটি ট্রেনের সময় বদল করা হচ্ছে। দার্জিলিং মেল শিয়ালদা পৌঁছত ৫টা বেজে ৩০ মিনিটে। এবার শিয়ালদায় পৌঁছবে ৫টা বেজে ৪০ মিনিটে। পদাতিক এক্সপ্রেস ৬টা বেজে ৪৫ মিনিটের বদলে ৬টা বেজে ৫০ মিনিটে শিয়ালদায় পৌঁছবে। কাজিরাঙা এক্সপ্রেসের কলকাতায় পৌঁছত ১১টা বেজে ৫৫ মিনিটে। এবার থেকে আসবে ১২টা বেজে ৫ মিনিটে। গৌড় এক্সপ্রেস ৮.৩৫ মিনিটের বদলে আসবে ৪টে বেজে ৪০ মিনিটে। বালুরঘাট হাওড়া এক্সপ্রেস শিয়ালদায় আসবে ৪টে বেজে ২৫ মিনিটে।
আরও পড়ুন-সফল বৈঠক, উঠল অনশন, প্রত্যাহার স্বাস্থ্য ধর্মঘট, আজ থেকেই কাজে ফিরছেন জুনিয়র ডাক্তাররা
প্রসঙ্গত, দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি করা এখন খুব সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোনমতেই কমছে না যাত্রী হয়রানি। কয়েকদিন আগেই ট্রেনের সময়সূচি বদলের ঘোষণা করা হয় দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে যার ফলে ভোগান্তির শিকার হয়েছে অনেক যাত্রী। কিছুদিন আগেই ট্রেনের টিকিট বুকিং সিস্টেমে পরিবর্তন করেছে ভারতীয় রেল। আসন সংরক্ষণ এখন থেকে করা যাবে ২ মাস আগে। ২ মাস আগে বুক করা যাবে দূরপাল্লার ট্রেনের টিকিট। সবমিলিয়ে শীতের মরশুমের আগেই পর্যটকদের ভিড় সামলাতে বদল এনেই চলেছে রেল কর্তৃপক্ষ তবে সেটা কতটা ফলপ্রসূ হবেই সেটা সময় বলবে।