বাধ্যতামূলক নয় ছবি! SIR পর্বের মধ্যেই কমিশনের ব্যাখ্যায় বিভ্রান্তি

Must read

এনুমারেশন ফর্মে (Enumeration form) ভোটারের ছবি বাধ্যতামূলক নয়। ফর্মে নির্দিষ্টভাবে ভোটারের পাসপোর্ট সাইজের ছবি লাগানোর জায়গা থাকলেও সেটা ঐহ্যিক বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এসআইআর নিয়ে নানা বিতর্ক ও বিভ্রান্তির মাঝে এই ঘোষণায় নতুন করে সংশয় দানা বেঁধেছে।

এসআইআরের ফর্ম বিলি শুরু হওয়ার পর প্রায় এক সপ্তাহ কেটে গিয়েছে। ইতিমধ্যেই অনেকে পেয়ে গিয়েছেন এনুমারেশন ফর্ম। ফর্ম বিলির দ্বায়িত্বে থাকা বিএলওরা প্রত্যেক ভোটারের দু কপি ছবি লাগানো বাধ্যতামূলক বলেই জানিয়েছে। এর মধ্যে ছবি লাগানো নিয়ে নতুন তথ্য দিয়েছেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। সোমবার তিনি জানিয়েছেন, এনুমারেশন ফর্মে (Enumeration form) ছবি লাগানো বাধ্যতামূলক,এধরনের কোনও নির্দেশিকা দেয়নি নির্বাচন কমিশন। ফর্মে ছবির জায়গা নির্দিষ্ট আছে তবে তা যে বাধ্যতামূলক তা উল্লেখ করা নেই। ফলে ছবি লাগানোর বিষয়টি ঐহ্যিক বলে ধরে নেওয়া যেতেই পারে। কমিশনের সূত্রের দাবি, এনুমারেশন ফর্মের ছবি ভোটদানের ক্ষেত্রে কোনও কাজে লাগবে না। সেক্ষেত্রে ভোটার কার্ড বিচার্য হবে। এনুমারেশন ফর্ম শুধুমাত্র খসড়া ভোটার তালিকায় যোগ্য ভোটারের নাম তোলার জন্যই প্রয়োজনীয়। তাই এক্ষেত্রে ভোটারের ছবি বাধ্যতামূলক নয়।

আরও পড়ুন: লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেটে বিস্ফোরণে মৃত ৯, জারি হাই অ্যালার্ট

গত ছয় দিনে রাজ্যে প্রায় ৬ কোটির কাছাকাছি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। ইতিমধ্যেই পাড়ায় পাড়ায় স্টুডিওগুলোতে ছবি তোলার হিড়িক পড়েছে। অভিযোগ উঠছে ছবি তোলার জন্য সুযোগ বুঝে বেশি টাকাও নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের বক্তব্য, ফর্মে ছবির জায়গা রাখা আছে। সেখানে হাল্কা ব্যাকগ্রাউন্ডে সাম্প্রতিক ছবি তুলে পেস্ট করতে হবে। সে কারণেই স্টুডিওগুলোতে নতুনভাবে সপরিবারে ভোটারদের ছবি তোলার হিড়িক পড়েছে। যদিও সিইও দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এনুমারেশন ফর্মে ছবি বাধ্যতামূলক নয়। তবে ভোটাররা যদি ছবি দিতে চান তাহলে লাইট ( হালকা রঙের) ব্যাকগ্রাউন্ডে ছবি লাগানোই শ্রেয়।

Latest article