শুক্রবার হঠাৎ চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল পুরীর জগন্নাথ (Puri Jagannath temple) মন্দিরে। এই ঘটনার ফলে পদপিষ্ট হয়ে কমপক্ষে ৩০ জন ভক্ত আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৩০ জনকে ভর্তি করা হয়। আপাতত তারা সকলেই চিকিৎসাধীন। শুক্রবার সকালে মঙ্গল আরতি চলার সময় হঠাৎ বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আরতি দেখতে বহু ভক্ত সেই সময়ে ওখানে উপস্থিত ছিল। ভিড় হঠাৎ করেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। এর পরেই পদপিষ্ট হন অনেক ভক্ত। আহতদের অধিকাংশই বিধবা বৃদ্ধা বলে খবর।
আরও পড়ুন-দিল্লিগামী ট্রেন দুর্ঘটনার জেরে মৃত ২
মন্দির খোলার আগে থেকে মন্দিরের প্রবেশদ্বারের সামনে বহু ভক্ত উপস্থিত হয়েছিলেন। সিংহ দরজায় থাকা ভক্তদের অনেকেই ‘হবিষ্যালি’ বা কার্তিক মাসে উপবাস পালনকারী বিধবা ছিলেন। গেট খুলে দিয়ে ভক্তদের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হলেই হঠাৎ হুড়োহুড়ি শুরু হয়ে যায়। মন্দিরে নাটমণ্ডপ এবং জয়-বিজয় দ্বারের সামনে যথেষ্ট পরিমান ব্যারিকেডের ব্যবস্থা না থাকার ফলেই এই অবস্থা হয় বলেই জানা গিয়েছে। অনেক ভক্ত শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। অনেকেই অচেতন হয়ে পড়েন।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর সৌজন্যে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে একসাথে কিং খান ও সলমন
এই ঘটনা গত মার্চ মাসের ঘটনা মনে করিয়ে দিয়েছে। সেবারও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে এবার সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়