চুলোয় লগ্নি, বাণিজ্য সম্মেলনে খবার নিয়ে মারামারি মধ্যপ্রদেশে

Must read

রাজ্যের উন্নয়নে মাথাব্যথা নেই। পেটপুজোই আগে। সেজন্য বিজেপিশাসিত রাজ্যের (Madhya pradesh) বাণিজ্য সম্মেলনে চরম বিশৃঙ্খলা দেখা দিল। সম্প্রতি ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে। বাংলায় মমমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন বিবিবিএসে বিপুল লগ্নি টেনে শিল্পে জোয়ার বইয়ে দেওয়ার বার্তা দিয়েছে, সেখানে বিজেপি-রপাজ্যগুলিতে শিল্প নয়, বিশৃঙ্খলাই সার।

লগ্নি-সম্মেলনে খাবারের প্লেট নিয়ে সবজি ও লুচি নেওয়ার জন্য হুড়োহুড়ি বেঁধেছিল। নকল ব্যবসায়ীরা ফ্রিতে খাবার খাওয়ার জন্য যে দৃশ্যের অবতারণা করল, তা হাসির খোরাক হয়ে উঠল নেট দুনিয়ায়। বাংলার দেখাদেখি বিজেপিশাসিত রাজ্য মধ্যপ্রদেশের (Madhya pradesh) ভোপালে ঘটা করে বসানো হয়েছিল গ্লোবাল বাণিজ্য সম্মেলন। সেই সম্মেলনে যে প্রকৃত শিল্পপতিদের থেকে নকলদেরই বেশি ভিড় ছিল তা খাবার নিয়ে কাড়াকাড়িই প্রমাণ করে দিয়েছে। প্রধানমন্ত্রীর যে সম্মেলনের সূচনা করে গিয়েছিলেন, সেখানকার হাল হকিকৎ যে এমন পর্যায়ে পৌঁছতে পারে, তা বিজেপি-রাজ্য বলেই সম্ভব। ভিডিওতে দেখা যাচ্ছে, খাবারের প্লেট নিয়ে দৌড়দৌড়ি করছেন। প্লেট নেওয়ার জন্য কাড়াকাড়ি, তারপর বুফের উপর হামলে পড়ার দৃশ্য একটা শিল্প সম্মেলনে শোভা পায় না। সবথেকে বড় কথা কারও কোনও ভ্রুক্ষেপ নেই ওই বিশৃঙ্খলার পরও।

আরও পড়ুন- রেকর্ড উৎপাদন: মুখমন্ত্রীর উদ্যোগে স্বনির্ভর বাংলা, রাজ্যে প্রথম পেঁয়াজের সংরক্ষণ

নেট দুনিয়ায় ওই বেনজির দৃশ্য দেখার পর জনৈক ব্যক্তি লিখেছেন, নকল বিনিয়োগকারীরা বিন্যামূলের খাবারের জন্য ভিড় জমিয়েছে। একজন লেখেন, আমি অনেক সম্মেলনে যোগ দিয়েছি। কিন্তু মধ্যপ্রদেশের গ্লোবাল বিজনেস সামিটের দৃশ্য সত্যিই অবাক করেছে।

Latest article