রাতদখলের নামে বিশৃঙ্খলা

Must read

প্রতিবেদন : আরজি কর-কাণ্ডের প্রতিবাদ আন্দোলনে রাতদখলের নামে রাজ্যের বেশ কিছু অংশে তৈরি হল বিশৃঙ্খলা। আন্দোলনকারীদের রাত দখল (Raat Dokhol) কর্মসূচিতে অবরুদ্ধ হয়ে বহু মানুষ প্রতিবাদে সরব হন। শ্যামবাজার মোড়ে অসুস্থ বৃদ্ধা দীর্ঘক্ষণ গাড়িতে আটকে ক্ষোভ উগরে দেন। বিশৃঙ্খলা তৈরি হয়, গড়িয়াহাট পাটুলি-সহ বিভিন্ন জায়গায়। রাত দখল কর্মসূচিতে অংশ নিতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়েন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শ্যামবাজারে তাঁকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। তাঁর গাড়িতে হামলা চালানো হয়। কোনওক্রমে এলাকা ছাড়েন অভিনেত্রী। আরজি করে নির্যাতিতার বাবা-মাও শামিল হন এই কর্মসূচিতে। পুলিশ নাকি তাঁদের অর্থ দিয়ে সবকিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। যদিও তা সর্বৈব মিথ্যা এবং অপপ্রচার বলে জানিয়ে দেন নির্যাতিতার বাবা-মা। তাঁরা জানান, কোনও এক শ্রেণি সস্তা প্রচার পাওয়ার জন্য এইসব রটাচ্ছে। অন্যদিকে, কোচবিহারে প্রতিবাদীদের উপর হামলার ঘটনা ঘটে। তৃণমূল স্পষ্ট জানিয়ে দেয়, কোনওরকম হামলা আমরা সমর্থন করি না। নিন্দা করছি। প্রাক্তন তৃণমূল সংসদ কুণাল ঘোষ এক্সে লেখেন, যে বা যারা এইসব করেছে, পুলিশ ব্যবস্থা নিক। অশান্তি ছড়াতে অন্য কোনও অপশক্তির কাজ কি না, সেটাও দেখুক। উল্লেখ্য, মাথাভাঙার চৌপাঠীতে প্রতিবাদ কর্মসূচি চলাকালীন, রাস্তায় কিছু গ্রাফিটি আঁকা হয়েছিল, যা একটি নির্দিষ্ট অংশের লোকদের দ্বারা আপত্তিজনক বলে মনে হয়। তাতেই বিরোধের সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন- শিক্ষকরা সমাজের মেরুদণ্ড! শিক্ষক দিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

Latest article