ফের বিজেপির বিশৃঙ্খলা, স্মারকলিপি দেওয়ার নামে পঞ্চায়েতে ভাঙচুর

বৃহস্পতিবার সেই বিশৃঙ্খলা চরমে পৌঁছায়, বিজেপির তরফ থেকে ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশনের নামে ভাঙচুর চালানো হয়

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : আবাস যোজনা নিয়ে বেশ কিছুদিন ধরে জেলায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে বিজেপি। বৃহস্পতিবার সেই বিশৃঙ্খলা চরমে পৌঁছায়, বিজেপির তরফ থেকে ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশনের নামে ভাঙচুর চালানো হয়। বহু সমর্থক নিয়ে বিজেপি বৃহস্পতিবার দুপুরে দেওগাঁও গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিতে গেলে তাদের বলা হয়, সবাই এক সঙ্গে না এসে কয়েকজন প্রধানের সঙ্গে দেখা করে তাদের বক্তব্য পেশ করুক।

আরও পড়ুন-বড়দিনের পর ফের তুষারপাত উত্তর সিকিমে, লাচুং, লাচেনে তাপমাত্রা – ৫ ডিগ্রি

কিন্তু বিজেপি কর্মীরা সকলেই প্রধানের কক্ষে প্রবেশ করতে চায়। তখন তাদের মারমুখী অবস্থা দেখে নিরাপত্তার কারণে পঞ্চায়েত অফিসের মূল ফটক বন্ধ করে দেওয়া হয় । তারপর বিজেপি সমর্থকরা জোর সেই লোহার কোলাপসিবল গেট ভেঙে ভিতরে প্রবেশ করে আবাস যোজনার বহু প্রয়োজনীয় সরকারি নথি লোপাট করে বলে জানিয়েছেন উপপ্রধান রোহিফুল আলম। এই সমস্ত বিজেপি কর্মীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন উপপ্রধান।

Latest article