অমরনাথের পর এবার বন্ধ চারধাম যাত্রাও

উত্তরাখণ্ডে জারি লাল সতর্কতা

Must read

প্রতিবেদন: উত্তরাখণ্ডের সব জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। সেইসঙ্গে হড়পা বান আর ভূমিধসের উদ্বেগ তো আছেই। প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির আশঙ্কায় তাই অমরনাথ যাত্রার পর এবার সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হল চারধাম যাত্রাও। স্থানীয় প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রবিবার চারধাম যাত্রা (Chardham Yatra) বন্ধ। পুণ্যার্থীরা যে যেখানে রয়েছেন, তাঁদের সেখানেই অপেক্ষা করতে বলা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে ফের যাত্রা শুরুর কথা জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: পুরীতে শ্বাসরুদ্ধ হয়ে মৃত পুণ্যার্থী, হাসপাতালে ভর্তি কমপক্ষে ৩০০

ইতিমধ্যে মৌসম ভবনের তরফে উত্তরাখণ্ডের একাধিক জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। আর সেকারণেই কোনওরকম ঝুঁকি নিতে নারাজ রাজ্য প্রশাসন। মাত্র কয়েক ঘণ্টা আগে শনিবারই আবহাওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে অমরনাথ যাত্রাও। ভারী বৃষ্টির জেরে একাধিক জায়গায় নেমেছে ধস। পু্ণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে যাত্রা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার জম্মু থেকে ৫৬০০ পুণ্যার্থী বালতাল এবং পহেলগাঁও বেসক্যাম্পের উদ্দেশে রওনা দেন। কিন্তু শুক্রবার থেকে লাগাতার ভারী বৃষ্টির জেরে কয়েক জায়গায় ধস নামে। আরও ভয়াবহ হয়ে ওঠে পরিস্থিতি। আর সেকারণেই ওই দুই বেসক্যাম্প থেকে পু্ণ্যার্থীদের এগোতে নিষেধ করা হয়েছে। তবে প্রশাসননের তরফে জানানো হয়েছে, আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত অমরনাথ যাত্রার অনুমতি মিলবে না। গত ২৯ জুন থেকে শুরু হয়েছিল এই যাত্রা। শেষ হওয়ার কথা ১৯ অগাস্ট। শনিবার রাতেই আবহাওয়ার গতিবিধি দেখে উত্তরাখণ্ড প্রশাসনের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়। সেখানেই পুণ্যার্থীদের উদ্দেশে বলা হয়েছে, রবিবার খারাপ আবহাওয়ার জন্য চারধাম যাত্রা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে যেখানে রয়েছেন, সেখানেই দাঁড়িয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আবহাওয়ার উন্নতি না হলে অনির্দিষ্টকালের জন্য চারধাম যাত্রা বন্ধ থাকবে।

Latest article