সংবাদদাতা, জঙ্গিপুর : বহরমপুর গার্লস কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সুতপা চৌধুরির খুনের ঘটনার ৭৩ দিনের মাথায় শুক্রবার বহরমপুর সিজেএম আদালতে চার্জশিট পেশ করল বহরমপুর থানার পুলিশ।
গত ২ মে বহরমপুরের শহিদ সূর্য সেন রোডের কাছে একটি গার্লস হোস্টেলের সামনে সন্ধেবেলায় খুন হন মালদার ইংরেজবাজারের বাসিন্দা সুতপা। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে সুশান্ত চৌধুরি নামে মালদারই এক যুবক নৃশংসভাবে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সুশান্তকে সামশেরগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন-বিশ্বভারতীকে ক্রমশ পিছিয়ে দিচ্ছেন উপাচার্য
গ্রেফতারের পর দু দফায় ১২ দিন পুলিশি হেফাজতে কাটানোর পর সুশান্ত বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে। পুলিশ ওকে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করেছিল।
খুনের ৭৩ দিনের মাথায় কোর্টে চার্জশিট জমা পড়ায় খুশি মৃত ওই ছাত্রীর বাবা স্বাধীন চৌধুরি। বলেন, ‘পুলিশ খুব ভাল কাজ করেছে। আমি আশা করব, খুব দ্রুত যেন বিচার প্রক্রিয়া শুরু হয়। আমি সুতপার খুনির ফাঁসির দাবি রাখছি।’