জমি দুর্নীতি মামলা: হাসিনা ও পুতুলের বিরুদ্ধে চার্জশিট ও গ্রেফতারি পরোয়ানা

Must read

প্রতিবেদন : এবার গ্রেফতারি পরোয়ানা জারি হল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) ও তাঁর কন্যা সাইমা ওয়াজেদ পুতুল-সহ মোট ১৯ জনের বিরুদ্ধে। জমি দুর্নীতি মামলায় জড়িয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাঁর কন্যা তথা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার ডিরেক্টরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আদালত। যদিও বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এই পদক্ষেপ খুবই স্বাভাবিক বলে মত অনেকের। মৌলবাদী জামাত নিয়ন্ত্রিত ইউনুস সরকারের আমলে লাগাতার হাসিনার দল ও তাঁর পরিবারকে রাজনৈতিক কারণেই হেনস্থার মুখে পড়তে হচ্ছে।

আরও পড়ুন-‘ডেকে আলোচনা করবেন, এমন সংবিধানে নেই’, বিল আটকে রাখা নিয়ে মন্ত্রীর নিশানায় রাজ্যপাল

ইউনুস সরকারের অভিযোগ, হাসিনা (Sheikh Hasina) ও তাঁর কন্যা পুতুল ঢাকার উপকণ্ঠে আবাসিক জমি কৌশলে এবং প্রতারণা করে আত্মসাৎ করেছেন। এই সংক্রান্ত মামলা চলছিল রাজধানীর আদালতে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) আদালতে এই সংক্রান্ত চার্জশিট জমা দিয়েছে। তা গ্রহণ করে বিচারক গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঢাকার উপকণ্ঠে পূর্বাচল এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে আবাসিক জমি দখল করা হয়েছে। অভিযোগ উঠেছে, কন্যা পুতুলের অনুরোধে তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা এই কাজ করিয়েছেন। বাংলাদেশ সরকারের একাধিক উচ্চপদস্থ আধিকারিকও এই দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ। ঘটনাচক্রে হাসিনা সরকারের পতনের পর দুদক এই মামলা রুজু করেছিল চলতি বছরের জানুয়ারি মাসে। ইউনুস সরকারের চাপেই প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাঁর কন্যাকে জড়িয়ে এবার আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। এরপরই গ্রেফতারি পরোয়ানা জারি আদালতে।

Latest article