নিউ টাউন : ১৭ দিনে চার্জশিট

ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে নাবালিকাকে। সংগ্রহ করা হয় এলাকার সিসিটিভি ফুটেজ।

Must read

প্রতিবেদন : ধর্ষণ কিংবা ধর্ষণ করে খুনের মতো নোংরা কুকর্মের তদন্তে একের পর সাফল্য পুলিশের! প্রথমে বড়তলার ফুটপাথবাসী সাত মাসের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় নিখুঁত তদন্তের ভিত্তিতে আদালতের থেকে মূল দোষীর ফাঁসির সাজা আদায়। তারপর এবার নিউ টাউনে নাবালিকা ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করে মাত্র ১৭ দিনেই আদালতে চার্জশিট জমা দিল পুলিশ। সেই চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে ধৃত টোটোচালক সৌমিত্র রায়ের।

আরও পড়ুন-দিনের কবিতা

সোমবার বারাসত আদালতে চার পাতার চার্জশিট জমা দিয়েছে পুলিশ। ঘটনা গত ৭ ফেব্রুয়ারির। সাতসকালে নিউ টাউনে লোহাপুরের কাছে ঝোপ-জঙ্গল থেকে স্কুলছাত্রীর দেহ উদ্ধার হয়। দ্রুত তদন্তে নামে নিউ টাউন থানার পুলিশ ও বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে নাবালিকাকে। সংগ্রহ করা হয় এলাকার সিসিটিভি ফুটেজ। একটি ফুটেজে দেখা যায়, গত রাতে বাড়ি থেকে বেরিয়ে জগৎপুর ৭ নম্বর এলাকা থেকে নাবালিকা একটি টোটোতে ওঠে। টোটোর সামনের আসনে নাবালিকাকে বসায় টোটোচালক। নিউ টাউনের বিভিন্ন রাস্তায় ঘুরে লোহাপুর ব্রিজের কাছে ফেন্সিংয়ে ঘেরা পরিত্যক্ত জঙ্গলে নিয়ে যায়। সেখানেই ঘটে নৃশংস ঘটনা। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে নিউ টাউন পুলিস ক্যাম্প এলাকা থেকে সৌমিত্র রায় নামে ওই টোটোচালককে গ্রেফতার করেন তদন্তকারীরা। পুলিশের তরফে জানানো হয়, প্রচুর টেকনিক্যাল এভিডেন্সের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে সৌমিত্র ওরফে রাজকে। নদিয়ার রানাঘাটের বাসিন্দা সৌমিত্র নিউ টাউনের আদর্শপল্লি এলাকায় ভাড়া থাকত। ধৃতের দ্বিতীয় স্ত্রীর বক্তব্য, অভিযুক্ত টোটোচালকের পাশবিক অত্যাচারেই আত্মঘাতী হয়েছিলেন প্রথম পক্ষের স্ত্রী। এবং তাঁর উপরও অকথ্য অত্যাচার চালাত গুণধর সৌমিত্র। ঘটনার ১৭ দিনের মাথায় আদালতে চার্জশিট জমা দিল পুলিশ। আর সেই সৌমিত্রর নামই নাবালিকা ধর্ষণ-খুনের মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে চার্জশিটে।

Latest article