আনিস মৃত্যু সিট চার্জশিট দিতে প্রস্তুত

আনিস খান মামলায় চার্জশিট দিতে প্রস্তুত রাজ্য নিযুক্ত ‘সিট’। ফরেনসিক রিপোর্ট দেখেই চূড়ান্ত পদক্ষেপ করা হবে এ বিষয়ে।

Must read

প্রতিবেদন : আনিস খান মামলায় চার্জশিট দিতে প্রস্তুত রাজ্য নিযুক্ত ‘সিট’। ফরেনসিক রিপোর্ট দেখেই চূড়ান্ত পদক্ষেপ করা হবে এ বিষয়ে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে একথা জানিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তবে একইসঙ্গে রাজ্যের পক্ষ থেকে একথাও জানিয়ে দেওয়া হয়েছে, পলিগ্রাফ টেস্ট হয়েছে দিল্লির সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরির তত্ত্বাবধানে এবং পর্যবেক্ষণে। বৃহস্পতিবার ছিল আনিস মামলার শুনানি। এদিন থেকেই আবার শুরু হল এই মামলার শুনানি।

আরও পড়ুন-কলকাতার নিকাশি নিয়ে রিপোর্ট নবান্নে

ময়নাতদন্তের রিপোর্ট দেখিয়ে আদালতে সওয়াল করেন আনিসের পরিবার নিযুক্ত আইনজীবী। তিনি এই মৃত্যু-রহস্যের বিষয়ে বেশ কিছু প্রশ্ন তোলেন। উল্লেখ্য, আনিস খানের মৃত্যুর নেপথ্যে প্রকৃত কারণ খুঁজে বের করতে রাজ্য তৈরি করেছে অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ পদস্থ পুলিশ অফিসারদের নিয়ে বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’। খুব দ্রুত তদন্ত শেষ করে সেই রিপোর্ট ইতিমধ্যেই আদালতে পেশ করেছে রাজ্য পুলিশের ‘সিট’। আনিসের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিভিন্নরকম অভিযোগ এনে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা অব্যাহত বিরোধীদের। কিন্তু রাজ্যের পক্ষ থেকে স্পষ্টই জানিয়ে দেওয়া হয়েছে, স্বচ্ছ দৃষ্টিভঙ্গি নিয়েই এগোবে এই ঘটনার তদন্ত। তদন্তে দোষ প্রমাণিত হলে রেয়াত করা হবে না কাউকেই। সেই অনুযায়ী দ্রুত তদন্ত শেষ করেছে সিট।

Latest article