বেঙ্গালুরু: হোটেলে নিজের ঘরে জোর করে নিয়ে গিয়ে কোপাইলটকে ধর্ষণ করল পাইলট। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর একটি পাঁচতারা হোটেলে, কয়েকদিন আগে। অভিযুক্ত পাইলটের বিরুদ্ধে নির্যাতিতা কো-পাইলট এফআইআর করলেও এখনও অধরা অভিযুক্ত।
আরও পড়ুন-ইথিওপিয়ায় জেগে উঠল দশ হাজার বছরের ঘুমন্ত আগ্নেয়গিরি! ছাইতে ঢাকল ভারতের আকাশ, হাই অ্যালার্ট জারি
ঠিক কী হয়েছিল ঘটনাটা। একটি চার্টার্ড বিমানের উড়ানের শেষে বেঙ্গালুরুর ওই হোটেলে উঠেছিলেন পাইলট রোহিত শরণ, কো-পাইলট-সহ ৩ বিমানকর্মী। হায়দারাবাদের বেগমপেট থেকে অন্ধ্রপ্রদেশের পুত্তপারথি হয়ে বিমানটি নেমেছিল বেঙ্গালুরু বিমানবন্দরে। ফিরে যাওয়ার কথা ছিল পরের দিনই। ওইদিন সন্ধ্যায় হোটেলে ফিরেই পাইলট জোর করে কো-পাইলটকে তাঁর ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। হায়দরাবাদে ফেরার পরে থানায় গিয়ে সবকথা জানান নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে জিরো এফআইআর রুজু করে পাঠিয়ে দেওয়া হয় বেঙ্গালুরুর হালাসুরু থানায়। তারই ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

