চতুর্থীতে বোধন ইস্টবেঙ্গল জার্সির

অ্যাওয়ে ম্যাচে ইস্টবেঙ্গল যে জার্সি পড়ে খেলবে (সাদা রং এবং কলারে ও হাতায় লাল-হলুদ স্ট্রাইপ) তা ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লিটন সিলভা পড়ে মঞ্চে আসেন।

Must read

প্রতিবেদন : দুর্গাপূজোর চতুর্থীতে আসন্ন আইএসএল মরশুমের জন্য ইস্টবেঙ্গলের নতুন জার্সি উদ্বোধন হল কসবা রাজডাঙা নব উদয় সংঘ ক্লাবের পুজো মণ্ডপে। ১৯৯৬ সালের জার্সির ডিজাইনে তৈরি এবারের জার্সি। উদ্বোধন হল তিন সেট রেট্রো জার্সি। হোম ম্যাচের লাল-হলুদ জার্সি পড়ে মঞ্চে হাজির হন শৌভিক চক্রবর্তী। তাঁকে আসন্ন আইএসএলের জন্য শুভেচ্ছা জানান ক্লাবের প্রাক্তন অধিনায়ক মনোরঞ্জন ভট্টাচার্য।

আরও পড়ুন-‘আমার কাছে তুমিই সেরা’ ফেডেরার-বন্দনায় বিরাট

অ্যাওয়ে ম্যাচে ইস্টবেঙ্গল যে জার্সি পড়ে খেলবে (সাদা রং এবং কলারে ও হাতায় লাল-হলুদ স্ট্রাইপ) তা ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লিটন সিলভা পড়ে মঞ্চে আসেন। তাঁকে শুভেচ্ছা জানান ক্লাবের আর এক প্রাক্তন অধিনায়ক প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। থার্ড কিট বা তৃতীয় জার্সি (হালকা নীল রং) পড়ে মঞ্চে ওঠেন ভিপি সুহের। তাঁকে শুভেচ্ছা জানান আর এক প্রাক্তন অধিনায়ক বিকাশ পাঁজি। গোলকিপার ও কোচিং স্টাফের জার্সিরও উদ্বোধন হল। নতুন জার্সিতে সাফল্য আনতে চান শৌভিকরা।

আরও পড়ুন-‘আমি প্রতিবার আসি, এই জায়গায় না আসলে পুজোর আগমন বার্তা সমাপন হয় না’ নবনীড়ে বার্তা মুখ্যমন্ত্রীর

জার্সি প্রকাশ অনুষ্ঠান শেষে পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লাল-হলুদ কোচ ও ফুটবলাররা। জার্সি প্রকাশ অনুষ্ঠানের মঞ্চে সংবর্ধিত করা হয় কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী জাভেদ খান, স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষ, ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, সাঁতারু বুলা চৌধুরি, অলিম্পিয়ান দোলা বন্দ্যোপাধ্যায় ও পৌলোমী ঘটক।

Latest article