সস্তা জনপ্রিয়তা কেন? ভর্ৎসনা করেও অধ্যাপককে জামিন সুপ্রিম কোর্টের

Must read

সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন অশোকা ইউনিভার্সিটির অধ্যাপক আলি খান মামুদাবাদ (Ali Khan Mahmudabad)। জামিন পেলেও বুধাবার তদন্ত চলবে বলে জানিয়েছেন বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি এনকে সিংয়ের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি আদালত প্রশ্ন তুলেছে, কেন এই ধরনের চিপ পাবলিসিটি করেন? একইসঙ্গে আদালতের নির্দেশ, বিষয়টি বিচারাধীন থাকার কারণে এই পোস্ট সংক্রান্ত কোনও লেখা বা অনলাইন প্রবন্ধ লিখতে পারবেন না।

মামলার শুনানিতে বিচারপতি সূর্য কান্ত জানান,”হ্যাঁ, প্রত্যেকেরই কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা আছে। কিন্তু এটা কি সে সব নিয়ে কথা বলার সময়? দেশ কিসের মধ্যে দিয়ে যাচ্ছে? দানবেরা এসে আমাদের মানুষদের আক্রমণ করছে। আমাদের একজোট থাকতে হবে। এই সময়ে সস্তা জনপ্রিয়তা খোঁজার কারণ কী?” বিচারপতি আরও বলেন, “বাক্‌স্বাধীনতার অধিকার ইত্যাদি আছে ঠিকই। কিন্তু দায়িত্বের কী হবে? যেন গত ৭৫ বছর ধরে দেশটা শুধু অধিকার বিলিয়ে চলেছে। অথচ দায়িত্বের বেলায় কিছু নেই!” অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে ২৪ ঘণ্টার মধ্যে হরিয়ানা পুলিশকে সিট গঠনেরও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী সপ্তাহে হতে পারে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন- রাজ্যে জঙ্গি অনুপ্রবেশ রুখতে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর, প্রশাসনকে নজরদারি বাড়ানোর নির্দেশ

মামুদাবাদকে (Ali Khan Mahmudabad) ১৮ মে গ্রেফতার করা হয় এবং মঙ্গলবার হরিয়ানার একটি আদালত তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়। অধ্যাপক মামুদাবাদের বিরুদ্ধে অভিযোগ, তিনি অপারেশন সিন্দুর নিয়ে এমন একটি পোস্ট করেন যা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে বলে অভিযোগ উঠেছে। এদিকে এদিনই অধ্যাপক আলি খান মামুদাবাদের গ্রেফতারের ঘটনা স্বতঃপ্রণোদিতভাবে তদন্তের নির্দেশ দিল জাতীয় মানবাধিকার কমিশন। হরিয়ানার ডিজিপির কাছ থেকে রিপোর্ট চেয়েছে।

Latest article