প্রতিবেদন : কাঁথি পুরসভা থেকে সারদা মামলার ফাইল লোপাট মামলায় অধিকারী-ঘনিষ্ঠ কাঁথি পুরসভার এক কর্মীকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করল কাঁথি থানার পুলিশ। নাম হরিপদ চক্রবর্তী। দুপুর ১২টা নাগাদ হরিপদ নোটিশ অনুযায়ী থানায় হাজির হন। সারদাকর্তা সুদীপ্ত সেন আদালতের কাছে ও আদালতে যাওয়ার পথে মিডিয়ার সামনে দাবি করেছিলেন, তৎকালীন কাঁথি পুরপ্রধানকে ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন।
আরও পড়ুন-অয়নের দুর্নীতি শুরু বাম আমলে
তারপর ২০২২-এর ২৩ জুন কাঁথি থানায় মামলা করেন বর্তমান পুরপ্রধান সুবলকুমার মান্না। তাঁর অভিযোগ, সারদা-নথি পুরসভা থেকে গায়েব হয়ে গিয়েছে। সেই নথি গায়েব মামলায় তৎকালীন পুরপ্রধান তথা বিরোধী দলনেতার ছোট ভাই ও বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তা নিয়ে আলিপুর সেন্ট্রাল জেলে গিয়ে সারদাকর্তা সুদীপ্ত সেনকেও জিজ্ঞাসাবাদ করেছিল। এবার হরিপদকে জিজ্ঞাসাবাদ করল।