শীত পড়তেই উত্তরের রাস্তায় দেখা মেলে চিতাবাঘ (Cheetah) কিংবা হাতির। এর ফলে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। এবার গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পূর্ণবয়স্ক চিতা বাঘের। ঘটনায় চাঞ্চল্য এলাকায়!
বৃহস্পতিবার ঘটনাটি ঘটে ফুলবাড়ি ঘোষপুকুর ২৭ নম্বর জাতীয় সড়কের বাকুলাইন এলাকায়। পথ চলতি একজন সবজি বিক্রেতা দেখতে পান চিতা (Cheetah) বাঘটি রাস্তার উপরে ছটফট করছে। এরপরে খবর দেওয়া হয় ঘোষপুকুর পুলিশ ফাঁড়িতে। পুলিশ ঘটনাস্থলে এসে চিতা বাঘটিকে অনেক বাঁচানোর চেষ্টা করলেও সেখানেই তার মৃত্যু হয়। খবর দেওয়া হলে বনদফতরের কর্মীরা এসে মৃত চিতাটিকে সেখান থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যায়।
আরও পড়ুন- ইচ্ছেপূরণ ডেকে আনল মৃত্যু! ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে পদপৃষ্ট হয়ে মৃত মা ও শিশু
এর আগেও এই এলাকায় কমলা চা বাগানের সামনে জাতীয় সড়ক পেরোতে গিয়ে গাড়ির ধাক্কায় এক পূর্ণবয়স্ক চিতা বাঘের মৃত্যু হয়েছিল। প্রতিনিয়ত গাড়ির ধাক্কায় এইভাবে চিতা বাঘের মৃত্যুর ঘটনায় চিন্তিত বনদফতর আধিকারিকরা। ঘটনাটির তদন্তে নেমেছে বন বিভাগ।