দীপাবলিতে বানভাসি চেন্নাই, বিপর্যস্ত জনজীবন

দক্ষিণ চেন্নাইয়ের নিচু এলাকায় হাঁটুর উপরে জল জমে গিয়েছে তার মধ্যে বুজে গিয়েছে ড্রেনও। জল জমে যাওয়ার ফলে ডুবে গিয়েছে শহরের রাস্তাঘাট।

Must read

টানা দু’দিন একনাগাড়ে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত চেন্নাই (Chennai)। ডুবে গিয়েছে শহরের প্রধান একাধিক রাস্তা। জল জমেছে বিমানবন্দরের রানওয়েতেও। আবহাওয়া দফতর যদিও আগেই পূর্বাভাস দিয়েছিল, দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে চেন্নাইয়ের উপকূলের বিস্তীর্ণ এলাকা বৃষ্টিতে ভেসেছে। এই ঘটনায় সবচেয়ে খারাপ অবস্থা মেদাবক্কম, ভেলাচেরি, পাল্লিকরনাই এবং নিলানকারাই এলাকার। বৃষ্টিতে জল জমে গিয়েছে চেন্নাই বিমানবন্দরের রানওয়েতেও।

আরও পড়ুন-মায়ের মৃত্যুতে ছুটির আবেদনে প্রথমসারির ব্যাঙ্কের ‘বসের’ অমানবিকতা

দক্ষিণ চেন্নাইয়ের নিচু এলাকায় হাঁটুর উপরে জল জমে গিয়েছে তার মধ্যে বুজে গিয়েছে ড্রেনও। জল জমে যাওয়ার ফলে ডুবে গিয়েছে শহরের রাস্তাঘাট। বৃষ্টির ফলে ধস নেমেছে নীলগিরি পার্বত্য অঞ্চলের কাল্লার এবং কুন্নুরের মধ্যে একাধিক জায়গায়। ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। থড়ুকুট্টি এলাকায় স্কুল বন্ধ রাখা হয়েছে। এর মাঝেই নির্দেশিকা জারি করা হয়েছে তামিলনাড়ুতে আজ সারাদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকাগুলিতে আগামী দু’দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পরিস্থিতির উপর নজরে রেখেছেন। সতর্কতা অবলম্বনে নিচু এলাকাগুলি থেকে মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে। গোটা চেন্নাই শহর জুড়ে প্রায় ২০০টি ত্রাণশিবির খোলা হয়েছে।

Latest article