প্রতিবেদন : ফের প্রশ্নের মুখে দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা। সরকারি হাসপাতালের মধ্যেই এবার আততায়ীর হাতে আক্রান্ত হলেন কর্তব্যরত এক চিকিৎসক। অভিযোগ, বচসা চলাকালীন অভিযুক্ত যুবক তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে (Chennai doctor stabbed)। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসককে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে তৎপর নিরাপত্তারক্ষীরা অভিযুক্ত যুবককে ধরে ফেলে। তামিলনাড়ুর চেন্নাইয়ের গুইন্ডির কলাইগনার সেন্টেনারি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের অঙ্কলজি বিভাগের ঘটনা। আক্রান্ত চিকিৎসকের নাম বালাজি। অভিযুক্ত যুবক ভিগনেশ্বরম আগে ওই হাসপাতালের কর্মী ছিল। গত কয়েকদিন ধরে ওই হাসপাতালে তার মায়ের চিকিৎসা চলছিল। সেই নিয়েই চিকিৎসকের সঙ্গে তার বচসা শুরু হয়। বচসা চূড়ান্ত পর্যায়ে পৌঁছোলে অভিযুক্ত তাঁকে ছুরি (Chennai doctor stabbed) দিয়ে পরপর সাতটি কোপ মারে। ঘটনার পর নিরাপত্তার দাবিতে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ শুরু করেন। তামিলনাড়ু গভর্নমেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা করেছে। সেই সঙ্গে রাজ্য জুড়ে জরুরি পরিষেবা, নির্দিষ্ট কিছু অস্ত্রোপচার ছাড়া কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা। সেই সঙ্গে ডাক্তারি পড়ুয়া ও স্বাস্থ্যকর্মীরাও বিক্ষোভে শামিল হয়েছেন। প্রশাসনের কাছে নিরাপত্তা-সংক্রান্ত তিন দফা দাবি পেশ করেছেন তাঁরা। অন্যদিকে, অভিযুক্ত ভিগনেশ্বরমকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে হাসপাতালের মধ্যে লুকিয়ে ছুরি এনেছিল অভিযুক্ত। তার লক্ষ্যই ছিল চিকিৎসকের উপর হামলা চালানো। ঘটনার পর আক্রান্ত চিকিৎসককে দেখতে হাসপাতালে যান উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন।
আরও পড়ুন- মহিলাদের স্বনির্ভর হওয়ার নিরিখে বিশ্বের শীর্ষে বাংলা: মুখ্যমন্ত্রী