১০০ নারকেলের নাড়ুতে পাক দিয়ে এই রাজ্যে সূচনা দুর্গোৎসবের

Must read

যদিও প্রবাসী তবে পুজোয় কলকাতার চেয়ে পিছিয়ে নেই চেন্নাইয়ের বাঙালিরা। তৃতীয়াতেই নাড়ু তৈরির মধ্যে দিয়ে দুর্গোৎসবের সূচনা করে ফেললেন তারা। চেন্নাই-এর সাউথ মাদ্রাজ কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে দূর্গা পুজোর উৎসব শুরু হল। আর বাঙালির উৎসব খাওয়া-দাওয়া ছাড়া জমে না।

মিষ্টিমুখ তো করতেই হবে। নাড়ু এমন একটি উপকরণ না হলে পুজো অসম্পূর্ণ। এই নাড়ু উৎসব দিয়েই তাদের দুর্গাপুজোর সূচনা করল সাউথ মাদ্রাজ কালচারাল অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন-দলবদলু রাজীব প্রসঙ্গে চারমূর্তি “KDSA”-কে তুলোধনা তথাগতর

সংগঠনের সহ সভাপতি তথা পুজো কমিটির আহ্বায়ক দেবাশিস মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে নাড়ু বানাতে হাত লাগান সংগঠনের সদস্যরা। আগে প্রায় ৩০০ নারকেলের নাড়ু হত। এখন এখনো করোনা বিধিনিষেধ থাকায় সেই সংখ্যাটা কমেছে। এবছর ১০০ নারকেলের নাড়ু বানানো হয়েছে।

আরও পড়ুন- পঞ্চমীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

সকাল থেকেই সকলে একে একে হাজির হন সহসম্পাদক প্রদ্যুৎকুমার ঘোষ, অতনু পোদ্দার, অমর ঘোষ, দোলা মুখোপাধ্যায়, জয়িতা রায়, সুদেষ্ণা নাম্বুরি, নূপূর ঘোষ-সহ কমপক্ষে ৬০ জন সদস্যরা। পুরোহিত মহাদেব ভট্টাচার্য ও তাঁর স্ত্রী চন্দ্রাণী ভট্টাচার্য উপবাস করে সমস্ত নাড়ুর পাঁক দেন। সংগঠনের জন্মলগ্ন থেকে সেই পরম্পরা আজও একই ভাবে চলে আসছে।

Latest article