নুর, রাচিনের দাপটে জয়-ধোনি

মুম্বই ইন্ডিয়ান্স ১৫৫/৯ (২০ ওভার) চেন্নাই সুপার কিংস ১৫৮/৬ (১৯.১ ওভার)

Must read

চেন্নাই, ২৩ মার্চ: আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দুই দলের লড়াই। পাঁচবারের চ্যাম্পিয়ন দুটো দলের গত মরশুমটা ভাল যায়নি। ‘হেক্সা’ মিশনে নামা দু’দলের প্রথম দ্বৈরথে বাজিমাত করল চেন্নাই সুপার কিংস (chennai super kings)। চিপকে দুর্গ অক্ষত রেখে ফের সেই আবেগের ‘জয় ধোনি’। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দ্বৈরথে হার রোহিত শর্মার। ৪৩-এর ধোনি দেখালেন, স্টাম্পের পিছনে এখনও তিনি কতটা ক্ষিপ্র। আইপিএলের ক্লাসিকোয় রোহিতদের মুম্বই ইন্ডিয়ান্সকে ৪ উইকেটে হারিয়ে অষ্টাদশ আইপিএলে যাত্রা শুরু মাহির সিএসকে-র।
চিপকে স্পিনের ফাঁদে হাঁসফাঁস করল দু’দলের ব্যাটাররাই। চেন্নাইয়ের আফগান স্পিনার নুর আহমেদের জবাব ছিলেন মুম্বইয়ের ভিগনেশ পুথুর। তবে বোর্ডে মুম্বইয়ের করা মাত্র ১৫৫ রান জেতার জন্য যথেষ্ট ছিল না। তবু ম্যাচটা শেষ ওভার পর্যন্ত নিয়ে গিয়েছিল জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়াহীন মুম্বই। সৌজন্যে কেরলের মালাপ্পুরমের ছেলে ভিগনেশ। রোহিতের জায়গায় ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে নামলেন এই বাঁ-হাতি রিস্ট স্পিনার। ঘরোয়া ক্রিকেটে কোনও ম্যাচ না খেলেই আইপিএলে দুরন্ত অভিষেক। তবে ৩ উইকেট নিলেও দলকে জেতাতে পারেননি ভিগনেশ। ধোনির টিমে ছিলেন একজন রাচিন রবীন্দ্র। ওপেন করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে পাঁচ বল বাকি থাকতে চেন্নাইকে জেতালেন কিউয়ি ব্যাটার। ৬৫ রান করেন রাচিন। তাঁর সঙ্গী ওপেনার রাহুল ত্রিপাঠী রান পাননি। ওপেন না করলেও তিন নম্বরে নেমে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন ঋতুরাজ গায়কোয়াড়। এরপর ভিগনেশ ধাক্কা দিলেও রাচিন থাকায় লক্ষ্যে পৌঁছতে সমস্যা হয়নি ধোনিদের। জাদেজা ফেরার পর ব্যাট হাতে মাঠে নামেন ধোনি। চিপকের গ্যালারি উদ্বেলিত হয়। তবে ছক্কা হাঁকিয়ে ম্যাচ ফিনিশ করেন রাচিনই। ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা অবশ্য নুর।

আরও পড়ুন-সফরসঙ্গী শীর্ষ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক, কাল থেকে টানা কর্মসূচি

ঘরের মাঠে শুরুটা ভালই করেছিল সিএসকে (chennai super kings)। বাঁ-হাতি পেসার খলিল আহমেদ দুই মুম্বই ওপেনার রোহিত ও রিকেলটনকে ফিরিয়ে যে ধাক্কাটা দিয়েছিলেন, সেখান থেকে তারা বেরোতে পারেনি। রোহিত শূন্য রানে ফেরেন। উইল জ্যাকসকে দ্রুত ফিরিয়ে দেন ১০ বছর পর হলুদ জার্সিতে হোম ফ্র্যাঞ্চাইজিতে কামব্যাক করা রবিচন্দ্রন অশ্বিন। এরপর মুম্বই ব্যাটিংয়ের কোমর ভেঙে দেন বাঁ-হাতি আফগান রিস্ট স্পিনার নুর আহমেদ।
পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বই। সেখান থেকে তিলক ভার্মার সঙ্গে জুটি বেঁধে দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করছিলেন অধিনায়ক সূর্যকুমার। কিন্তু অসাধারণ ক্ষিপ্রতায় সূর্যকে স্টাম্প আউট করেন ধোনি। বোলার ছিলেন নুর। ক্রিজ ছেড়ে বেরিয়ে শট খেলতে গিয়েছিলেন সূর্য। বল মিস করার পর চোখের পলকে স্টাম্প ভেঙে দেন মাহি। সূর্যর (২৯) ক্রিজে ফেরার কোনও সুযোগ ছিল না। ৪৩-এর ধোনি ২০২৫-এও তাঁর ক্ষিপ্রতা দেখাচ্ছেন।
ধোনির ধাক্কার পর মুম্বইয়ের দুর্দশা আরও বাড়ে। চিপকে ‘ঘূর্ণিঝড়’ নুরের। সূর্যকে ফেরানোর পর তিলক ভার্মা (৩১), রবিন মিনজ (৩), নমন ধীরকে (১৭) ডাগ আউটের রাস্তা দেখান আফগান স্পিনার। শেষ দিকে ২৮ রানের ক্যামিও খেলে মুম্বইয়ের স্কোর সম্মানজনক জায়গায় পৌঁছে দেন দীপক চাহার। ৪ ওভারে ১৮ রানে ৪ উইকেট নুরের। ৩ উইকেট খলিলের।

Latest article