সংবাদদাতা, কোচবিহার : মাথাভাঙা, মাথাভাঙা ১ ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের জোরশিমুলি জলঢাকার জলে তলিয়ে গিয়ে মৃত দুই পরিবারের সদস্যদের হাতে মঙ্গলবার রাতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল।
আরও পড়ুন-নির্বিঘ্নে ফিরে প্রশাসনকে ধন্যবাদ দিলেন পর্যটকেরা, খুলে গেল টাইগার হিল-সান্দাকফু
এদিন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, জেলাশাসক অরবিন্দ কুমার মিনা ও কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিকের উপস্থিতিতে মৃত পরিবারের সদস্যদের হাতে ৫ লক্ষ্য টাকার চেক তুলে দেওয়া হল। আগামীতে পরিবারের একজন সরকারি চাকরি পাবেন। প্রসঙ্গত, মাথাভাঙা দুই ব্লকের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণ কলোনিতে জলঢাকা নদীর জলে নিখোঁজ হয়ে যাওয়া দয়ারাম বর্মন ও মৃন্ময় বর্মন এর দেহ উদ্ধার হল সোমবার। রবিবার দিনভর নিখোঁজ ছিল এই গ্রামের দুজনের দেহ। কান্নায় ভেঙে পড়েছে দুজনের পরিবার। সোমবার দুপুরের পর থেকে মাথাভাঙা ১ ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের জোরশিমুলি এলাকায় নদীর জল নামতে শুরু করেছে। পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে। এদিন এই এলাকায় গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া। সাংসদ বলেন, স্বজন হারানো দুই পরিবারের সঙ্গে তিনি দেখা করেছেন। এদিন এই এলাকায় গিয়েছিলেন তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম।