অবশেষে নির্বাচক প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন চেতন শর্মা (Chetan Sharma)। বিসিআই সচিব জয় শাহের (Jay Shah) কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। দু’দিন আগেই সচিব জয় শাহ জানিয়েছিলেন, কয়েকদিনের মধ্যেই তাঁর ভাগ্য নির্ধারণ করা হবে অর্থাৎ বোঝাই যাচ্ছে, পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে চেতন শর্মাকে। ইডেনে প্রথম দিনের রঞ্জির ফাইনাল ম্যাচ দেখেন তিনি। কিন্তু শুক্রবার সকালেই ইস্তফা পত্র পাঠিয়ে দিয়ে কলকাতা (Kolkata) ছাড়েন তিনি। তার ইস্তফাপত্র গৃহীত হয়েছে বলে খবর।
ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। একটি টিভি চ্যানেলের ‘স্টিং অপারেশন’-এ নাম জড়িয়েছিল চেতনের (Chetan Sharma)। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলির মধ্যে ইগোর লড়াই, যশপ্রীত বুমরার ব্যথা কমানোর ইঞ্জেকশন, এমনকী চোট লুকিয়ে জোর করে জাতীয় দলে খেলার মতো নানান বিষয় নিয়ে নিজের বক্তব্য রেখেছিলেন তিনি। বিসিসিআই সূত্রে খবর, তিনি তার চুক্তি অনুযায়ী এই ধরনের কথা বলতে পারেন না। তারই পরিণাম ইস্তফা। এই নিয়ে প্রধান নির্বাচকের পদ থেকে চেতনের ইস্তফা।
আরও পড়ুন: বিজেপিকে বসন্তের কোকিল বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর চেতন-সহ গোটা নির্বাচক কমিটিকেই অপসারিত করেছিল বোর্ড। নির্বাচক চেয়ে বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল বোর্ডের ওয়েবসাইটে। তাতে আবেদন করেন চেতনও। আশ্চর্যজনকভাবে তাঁকে নির্বাচন করা হয় এবং নির্বাচক কমিটির চেয়ারম্যানও করে দেওয়া হয়। বোর্ডের সেই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা কম হয়নি। নতুন করে নির্বাচক প্রধান হওয়ার মাস খানেকের মধ্যেই বিতর্কে জড়িয়ে পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হলেন চেতন শর্মা।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…