প্রধানমন্ত্রীকে চিঠি বিজেপিরই প্রাক্তন বিধায়কের: হাজার কোটির দুর্নীতি, মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ চিফ ইঞ্জিনিয়ারের

Must read

প্রতিবেদন: গেরুয়ারাজ্যে এ যেন দুর্নীতির বিস্ফোরণ। অবিশ্বাস্য বলে মনে হলেও বিজেপি শাসিত মধ্যপ্রদেশে (Madhya Pradesh) সরকারি দফতরে দুর্নীতির মাত্রা এমন জায়গায় পৌঁছেছে যে মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন সেই দফতরেরই চিফ ইঞ্জিনিয়ার। সত্যিই অভূতপূর্ব ঘটনা। দুর্নীতির অভিযোগ জল জীবন মিশনের ৩০,০০০ কোটির প্রকল্পকে কেন্দ্র করে। বিজেপিরই প্রাক্তন বিধায়ক কিশোর সামৃতে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সাম্পাত্যিয়া ইউকির বিরুদ্ধে ১০০০ কোটি টাকা কমিশন নেওয়ার অভিযোগ তুলেছেন। এই অভিযোগ জানিয়ে বিজেপির প্রাক্তন বিধায়ক সরাসরি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী মোদিকে। শুধুমাত্র গেরুয়া মন্ত্রীর বিরুদ্ধে ১০০০ কোটি টাকার কমিশন বা ঘুষ নেওয়ার অভিযোগই নয়, তাঁর অভিযোগ, প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ার বিকে সোনাগারিয়া তাঁর অ্যাকাউন্ট্যান্ট মহেন্দ্র খারের মাধ্যমে ২০০০ কোটি টাকা সরিয়েছেন অন্যত্র। প্রাক্তন গেরুয়া বিধায়ক কোনওরকম রাখঢাক না করেই বোমা ফাটিয়েছেন। বলেছেন, জল নিগমের প্রকল্প রূপায়ণ ইউনিটের শীর্ষ আধিকারিকরা আত্মসাৎ করেছেন কোটি কোটি টাকা। বিশুদ্ধ পানীয় জল গ্রামাঞ্চলের বাড়ি বাড়ি পাঠানোর জন্য গঠিত তহবিলের টাকা ব্যক্তিগত স্বার্থে সরিয়ে ফেলা হয়েছে। বিজেপি বিধায়কের চিঠিতে এমন বিস্ফোরক তথ্য পেয়ে রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠায় কেন্দ্রীয় সরকার। এরপরেই তড়িঘড়ি করে মন্ত্রী সাম্পাত্যিয়ার বিরুদ্ধে তড়িঘড়ি করে তদন্তের নির্দেশ দেন চিফ ইঞ্জিনিয়ার সঞ্জয় আঁধাবান। এখানেই শেষ নয়, বিজেপি সরকারের আমলে আরও অজস্র দুর্নীতি জনসমক্ষে তুলে ধরেছেন। জনগণের টাকা ধ্বংসের সিবিআই তদন্তও দাবি করেছেন।
বিজেপিরই প্রাক্তন বিধায়ক কিশোর সামৃতের এই বিস্ফোরক অভিযোগে তোলপাড় শুরু হয় মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিজেপি সরকারের অন্দরে। ঝড় ওঠে রাজনৈতিক মহলেও। বিরোধীদের তুমুল হইচইতে প্রবল চাপে পড়ে যায় বিজেপি। এই সূত্র ধরেই একের পর এক উঠে আসে ভয়ঙ্কর দুর্নীতির ঘটনা। বেতুলে, এক একজিকিউটিভ ইঞ্জিনিয়ার কোনও প্রকল্প বাস্তবায়িত না করেও সরকারি কোষাগার থেকে তুলে নিয়েছেন ১৫০ কোটি টাকা। প্রাক্তন বিজেপি বিধায়ক সামৃতে জানিয়েছেন, জল সরবরাহ প্রকল্পের বাস্তবে কোনও অস্তিত্ব না থাকা সত্ত্বেও ইস্যু করা হয়েছে ৭০০০ ভুয়ো কমপ্লিশন সার্টিফিকেট।

আরও পড়ুন-গেরুয়া বাহিনীর তাণ্ডব, মুখে পা দিয়ে, মাটিতে ফেলে মার সরকারি আমলাকে

Latest article