প্রয়াগরাজে বায়ুসেনার কলোনিতে গুলিতে খুন হলেন চিফ ইঞ্জিনিয়ার

এবার সেই বায়ুসেনার কলোনির ভিতরে ঢুকে চিফ ইঞ্জিনিয়ারকে গুলি করে খুনের ঘটনায় প্রকাশ্যে এল যোগী রাজ্যের আইনশৃঙ্খলার বাস্তব পরিস্থিতি।

Must read

প্রতিবেদন: যোগীরাজ্যে আর নিরাপদ নয় বায়ুসেনার পদস্থ অফিসাররাও। প্রয়াগরাজে বায়ুসেনা কলোনির কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে ঢুকে গুলি করে খুন করা হল চিফ ইঞ্জিনিয়ারকে। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে। পাঁচিল টপকে ভেতরে ঢুকেছিল অজ্ঞাতপরিচয় এক আততায়ী। জানালা দিয়ে ইঞ্জিনিয়ারকে গুলি করে পালিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রয়াগরাজে। যোগীপ্রশাসনের অপদার্থতার দিকেই আঙুল তুলেছে সাধারণ মানুষ। তবে প্রশ্নের মুখে বায়ুসেনার নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও। তদন্তে নেমেছে পুলিশ। কিন্তু এই দুঃসাহসিক হত্যাকাণ্ডের নেপথ্যে কে বা কারা, এখনও স্পষ্ট নয়। জানা যায়নি খুনের মোটিভও।

আরও পড়ুন-৫০ লক্ষ টাকা সাইবার প্রতারণা, কর্নাটকে আত্মঘাতী বৃদ্ধ দম্পতি

প্রয়াগরাজে বিমানবন্দর নিয়ে নির্বাচনের আগে বহু ঢেঁড়া পিটিয়েছেন যোগী আদিত্যনাথ থেকে শুরু করে নরেন্দ্র মোদি। বিমানবন্দরকে ঘিরে বায়ুসেনার তৎপরতাও কম নয়। এবার সেই বায়ুসেনার কলোনির ভিতরে ঢুকে চিফ ইঞ্জিনিয়ারকে গুলি করে খুনের ঘটনায় প্রকাশ্যে এল যোগী রাজ্যের আইনশৃঙ্খলার বাস্তব পরিস্থিতি। কড়া নিরাপত্তা বলয়ে থাকা কলোনিতে ইঞ্জিনিয়ারের উপর গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে প্রয়াগরাজে।
পুলিশসূত্র বলছে, শনিবার ভোর রাত চারটে নাগাদ এয়ারফোর্স কলোনির পাঁচিল টপকে ভিতরে ঢোকে এক অজ্ঞাত পরিচয় আততায়ী। ইঞ্জিনিয়ার্স কলোনির তারের বেড়া কেটে তাকে কলোনির ভিতরে ঢুকতে দেখা যায়। এরপরই সেই আততায়ীকে ইঞ্জিনিয়ার সত্যেন্দ্রনাথ মিশ্রর সরকারি কোয়ার্টারের দিকে যেতে দেখা যায়।
নিহত ইঞ্জিনিয়ারের পরিবারের দাবি, শুক্রবার রাতে অন্যদিনের মতোই নিজের ঘরে ঘুমিয়েছিলেন সত্যেন্দ্রনাথ। ভোর রাতে তাঁর ঘরের দিক থেকে গুলির আওয়াজ পান পরিবারের লোকেরা। সেই সঙ্গে তাঁর চিৎকারে ঘুম থেকে উঠে তাঁরা ঘরে এসে বুকে গুলিবিদ্ধ অবস্থায় সত্যেন্দ্রনাথকে দেখতে পান। ততক্ষণে জানালা দিয়ে গুলি চালিয়ে পালিয়ে গিয়েছে আততায়ী।

আরও পড়ুন-অন্তঃসত্ত্বাকে ফেরাল হাসপাতাল, প্রসব ঠেলাগাড়িতে, মৃত্যু সদ্যোজাতের

তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় কলোনির সিসিটিভি-র ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। সেখানেই অজ্ঞাত পরিচয় আততায়ীর বিষয়টি সামনে আসে। তবে প্রয়াগরাজের মতো শহরে দুষ্কৃতী তাণ্ডব নিয়ে এরপরই প্রশ্ন উঠেছে। উচ্চ নিরাপত্তা বলয়ে ঢুকে গুলি চালানোর সাহস কীভাবে হয় আততায়ীর, তা নিয়ে প্রশ্ন
উঠেছে। সেই সঙ্গে সেনার নিজেদের কলোনির নজরদারিতে গাফিলতিও স্পষ্ট হয়েছে
এই ঘটনায়।

Latest article