বাঁকুড়ায় বিজেপি নেতাদের গাড়ি থেকে উদ্ধার ৪ হাজার ফর্ম ৭! নাম বাদের চক্রান্তের অভিযোগ মুখ্যমন্ত্রী

Must read

এসআইআর করে বৈধ ভোটারদের নাম বাদ দিচ্ছে বিজেপি! এই অভিযোগে শুরু থেকে সুর চড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এরমধ্যে মঙ্গলবার বাঁকুড়ার খাতরায় বিজেপি নেতার গাড়ি থেকে পুলিশ তিন থেকে ৪ হাজার এসআইআর-এর ফর্ম ৭ উদ্ধার করেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। এদিন বিকেলে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী সেই ছবি নিজের ফোন থেকে দেখিয়ে ভোটারদের নাম বাদের চক্রান্তের অভিযোগ তুললেন বিজেপির বিরুদ্ধে।

বিজেপি ও নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বলেন, “একটা ছবি দেখাচ্ছি। গাড়িতে করে প্রায় ১০ হাজার ফর্ম নিয়ে গিয়েছে ডিলিট করার জন্য। ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ।” তাঁর আরও সংযোজন,”এগুলো মানুষের অধিকার চুরি নয়? তথ্য চুরি করছে, গণতন্ত্র চুরি করছে। জ্যান্ত মানুষকে মেরে ফেলতে চাইছে।”

আরও পড়ুন- ১০ মিনিটে ডেলিভারি বন্ধ! Blinkit-সহ একাধিক সংস্থাকে নির্দেশ কেন্দ্রের

মঙ্গলবার বাঁকুড়ার খাতড়ার সিনেমা মোড়ে একটি গাড়ি দেখে সন্দেহ হয় স্থানীয় তৃণমূল নেতাদের। গাড়িটিকে দাঁড় করিয়ে খোঁজ খবর নিতেই উদ্ধার হয় প্রায় ৪ হাজার ফর্ম ৭ (নাম বাদ দেওয়ার আবেদনপত্র)। থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দুজনকে আটক করেছে। আরও তিনজন সেখান থেকে পালিয়ে যায়। পাঁচজনই বিজেপি নেতা হিসেবে পরিচিত এলাকায়। ধৃতদের মধ্যে একজন বিজেপির তালডাংরা বিধানসভার বিবরদা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন মণ্ডল সভানেত্রী ঝুমা ঘোষের স্বামী প্রবীর ঘোষ।

রানিবাঁধের তৃণমূল বিধায়ক জোৎস্না মাণ্ডি বলেন, “গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা চলছে। গরিব, আদিবাসী ও প্রান্তিক মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার নীলনকশা স্পষ্ট। আমরা চাই, দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”

ফর্ম ৭ হল ভোটার তালিকায় কোনও নাম অন্তর্ভুক্তির বিরোধিতা করতে, মৃত বা স্থানান্তরিত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে ব্যবহৃত হয়। তবে প্রশ্ন উঠছে, পরিকল্পিতভাবেই কি নির্দিষ্ট কিছু এলাকার ভোটারদের নাম তালিকা থেকে মুছে দেওয়ার চেষ্টা চলছিল?

Latest article