মহাবীর জয়ন্তী (Mahavir Jayanti) জৈন ধর্মাবলম্বীদের কাছে পবিত্র এবং গুরুত্বপূর্ণ দিন। চৈত্র মাসের শুক্ল পক্ষের ত্রয়োদশীতে এই দিনটি উদযাপিত হয়। মহাবীর জয়ন্তী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “শান্তি, সত্য এবং অহিংসার ভগবান মহাবীরের (Mahavir Jayanti) শিক্ষা আমাদের সকলকে অনুপ্রাণিত করুক। ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধার প্রতীক হিসেবে পশ্চিমবঙ্গের সরকারি অফিস, স্কুল এবং কলেজ ইত্যাদিতে এই দিনটিকে ছুটি ঘোষণা করা হয়েছে।”
আরও পড়ুন-পিছু হটতে বাধ্য হলেন ট্রাম্প! ৩ মাস স্থগিত নয়া শুল্ক নীতি, ছাড় পেল না চিন