আজ মকর সংক্রান্তি (Makar Sankranti)। মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান এবং সূর্য দেবতার পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে। মকর সংক্রান্তি উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- টানা ৪ দিন বন্ধ ডানকুনি-শিয়ালদহ লোকাল! দুর্ভোগ যাত্রীদের
অভিষেক এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, সকলকে মকর সংক্রান্তির (Makar Sankranti) শুভেচ্ছা! সূর্যের সোনালি রশ্মি উষ্ণতা ও সমৃদ্ধি বয়ে আনুক, আর পিঠে, পাটিসাপটা এবং নোলেন গুড়ের সুবাস আপনার ঘরকে মিষ্টিতে ভরিয়ে তুলুক।