পোপ ফ্রান্সিসের প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী ও অভিষেক

Must read

রোমান ক্যাথলিক গির্জার প্রধান পোপ ফ্রান্সিসের (Pope Francis) প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “রোমান ক্যাথলিক চার্চের প্রধান, পোপ ফ্রান্সিসের মৃত্যুতে আমি শোকাহত। ক্যাথলিক সমাজে সম্মানীয় স্থান পেয়েছেন পোপ। অগণিত খ্রিস্টান তাঁকে ধর্মীয় নেতা হিসাবে মানেন। ভারত এবং বিশ্বের অন্যান্য জায়গায় আমার সকল খ্রিস্টান ভাইবোনদের আমার সমবেদনা।”

এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, “পোপ ফ্রান্সিসের (Pope Francis) মৃত্যু শুধুমাত্র বিশ্বের ক্যাথলিকদের জন্যই নয়, বরং সমগ্র মানবজাতির জন্যও অপূরণীয় ক্ষতি। তিনি সাহস, সহনশীলতা এবং নৈতিক স্বচ্ছতার প্রতীক ছিলেন। ইস্টারে তিনি বার্তা দিয়েছিলেন, ধর্মের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা ছাড়া শান্তি থাকতে পারে না। এই বার্তা বিবেকের আয়না হিসেবে চিরকাল আমাদের কাছে থাকবে।”

দীর্ঘদিন ধরে নিউমোনিয়া সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তিনি। গত কয়েক মাসে বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েন। শেষে গত ১৪ ফেব্রুয়ারি ব্রঙ্কাইটিস সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পোপ। পরে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেও ছিলেন। রবিবার ইস্টারের বার্তাও দিয়েছিলেন পোপ ফ্রান্সিস। সোমবারই এল দুঃসংবাদ। ভ্যাটিকানের প্রশাসক জানান, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, পোপ ফ্রান্সিস প্রয়াত হয়েছেন। সকাল ৭টা ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সারাটা জীবন ঈশ্বর এবং গির্জার প্রতি সমর্পিত ছিলেন পোপ ফ্রান্সিস।’ পোপ ফ্রান্সিসের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা বিশ্বে।

আরও পড়ুন- প্রয়াত পোপ ফ্রান্সিস, ইস্টারে যোগ দিয়ে গাজায় যুদ্ধ বন্ধের ডাক দিয়েছিলন

Latest article