কাজী নজরুল ইসলামের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রী ও অভিষেকের

Must read

কাজী নজরুল ইসলামের (Kazi Nazrul Islam) জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্সে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান”
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের (Kazi Nazrul Islam) জন্মবার্ষিকীতে জানাই আন্তরিক শ্রদ্ধার্ঘ্য।
আমরা কবির স্মরণে তাঁর জন্মক্ষেত্রের কাছে আসানসোলে তাঁর নামে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় করেছি, ওই অঞ্চলেই অন্ডালে আমাদের গ্রিনফিল্ড বিমানবন্দরের নাম রেখেছি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। তাঁরই প্রতি শ্রদ্ধায় করেছি ‘নজরুল তীর্থ’ এবং ‘পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমি’। প্রকাশ করেছি কবির উপর নানা গবেষণা-গ্রন্থ।
কবি আমাদের নিত্য-স্মরণীয়, সঙ্কটে কান্ডারি!”

অভিষেক জানান,”গাহি সাম্যের গান
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান!
বিদ্রোহী কবি কাজীনজরুল ইসলামের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।”

আরও পড়ুন-কারণ জানিয়ে চিঠি দিলেই হবে বৈঠক : ব্রাত্য

Latest article