প্রতিবেদন : একেই বোধ হয় বলে বিলম্বিত বোধোদয়। প্রায় তিন দশকের কাছাকাছি বিজেপির হাত ধরে থাকার পর শিবসেনা নেতা তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এখন বুঝতে পারছেন, বিজেপির সঙ্গে ২৫ বছর জোটসঙ্গী হিসাবে থেকে তাঁরা মহাভুল করেছেন। এই দীর্ঘ সময় বিজেপির সঙ্গে কাটানোটা সময় নষ্ট ছাড়া কিছুই নয়।
রবিবার ছিল শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ৯৬তম জন্মদিন। ঠাকরের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিজের উপলব্ধির কথা প্রকাশ করেন উদ্ধব।
আরও পড়ুন-প্রথম দফায় ১৫৯ প্রার্থীর নাম ঘোষণা সমাজবাদী পার্টির
ওই অনুষ্ঠানে তিনি বলেন, আমরা একসময় বিজেপিকে সমর্থন করেছিলাম। তাদের সঙ্গে আমাদের রাজনৈতিক সম্পর্ক ছিল দীর্ঘ ২৫ বছরের। কিন্তু এখন আমরা স্পষ্ট বুঝতে পারছি, বিজেপির সঙ্গে থেকে আমরা অত্যন্ত মূল্যবান সময় নষ্ট করেছি। বিজেপি ক্ষমতা ছাড়া কিছুই বোঝে না। ক্ষমতা দখল করতেই ওরা হিন্দুত্বের তাস ব্যবহার করে। বিজেপি নিজেদের হিন্দুত্ববাদী সংগঠন বলে দাবি করলেও আসলে তা নয়। ওরা শুধুই ক্ষমতাবাদী। ক্ষমতা দখলের জন্যই ওরা হিন্দুত্বের তাস খেলে। ওরা আদৌ হিন্দুদের হিতাকাঙ্ক্ষী নয়।
আরও পড়ুন-ডায়মন্ড হারবারে রেকর্ড , কোভিডের পজিটিভিটি হার কমে ১ শতাংশের নিচে
একইসঙ্গে উদ্ধবের দাবি, শিবসেনা ক্ষমতা দখলের জন্য কখনওই হিন্দুত্বের তাস ব্যবহার করে না। এটাই বিজেপি ও শিবসেনার পার্থক্য। ওই অনুষ্ঠানে উদ্ধব বিজেপিকে সরাসরি বিশ্বাসঘাতক বলেছেন। মুখ্যমন্ত্রী বলেন, ২০১৯-এর বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে আমাদের চুক্তি ছিল এই যে, জাতীয় স্তরে কাজ করবে বিজেপি। আর রাজ্যে অর্থাৎ মহারাষ্ট্রে কাজ করবে শিবসেনা। কিন্তু ভোটের ফলাফল বের হওয়ার পর দেখা গেল, বিজেপি মহারাষ্ট্রেও আমাদের দাবিয়ে রাখতে চায়। ওরা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
উদ্ধব আরও বলেন, আগামী দিনে বিজেপির অবস্থা খুব শোচনীয় হবে। কারণ ঘৃণ্য চরিত্রের জন্য কেউই বেশিদিন ওদের পাশে থাকবে না। ওদের চরিত্র যত ফাঁস হবে ততই সকলে বিজেপির পাশ থেকে সরে যাবে। ঠিক যেমন শিবসেনা সরে এসেছে। সরে এসেছে অকালি দল। আগামী দিনে রাজ্যে রাজ্যে আরও অনেক দলই বিজেপির পাশ থেকে সরে যাবে। তাই ভবিষ্যতে এই দলের অবস্থা সঙ্গীন।
আরও পড়ুন-প্রতিবন্ধী শিল্পীর পাশে পরিত্রাতা বিডিও
ইতিমধ্যেই একের পর এক রাজ্যে ওরা মুখ থুবড়ে পড়েছে। টাকা বিলিয়ে, বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে জোর করে ওরা বিরোধীদের হাতে থাকা রাজ্যগুলি কেড়ে নিচ্ছে। কেন্দ্রেও ওরা আর কতদিন ক্ষমতা ধরে রাখতে পারবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। উদ্ধব ঠাকরের চাঁচাছোলা আক্রমণের পরই মুখরক্ষায় শিবসেনাকে পাল্টা দিতে বিজেপি সোমবার মাঠে নামায় মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে।