দিল্লির ‘জয় হিন্দ কলোনি’-তে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

দিল্লির (Delhi) বসন্ত কুঞ্জ এলাকার ‘জয় হিন্দ কলোনি’-তে বাঙালি শ্রমজীবী মানুষের বিরুদ্ধে ‘দমনমূলক’ পদক্ষেপের তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী

Must read

দিল্লির (Delhi) বসন্ত কুঞ্জ এলাকার ‘জয় হিন্দ কলোনি’-তে বাঙালি শ্রমজীবী মানুষের বিরুদ্ধে ‘দমনমূলক’ পদক্ষেপের তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী জানান, ওই কলোনি মূলত অগঠিত ক্ষেত্রের বাঙালি শ্রমিকদের দ্বারা গঠিত, যাঁরা দিল্লির নির্মাণ ও শ্রম ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই পরিস্থিতিতে তাঁদের জল, বিদ্যুৎ এবং বাসস্থানের মতো মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-রাজধানীতে প্রাক্তন প্রেমিকা-শিশুর গলা কেটে খুন, উত্তরাখণ্ডে গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রী বলেন, “ওই কলোনিতে জল ও বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। বিদ্যুৎ মিটার কেড়ে নিয়ে আচমকা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। বেসরকারি জল ট্যাংকার এনে জল সরবরাহের চেষ্টা করলেও দিল্লি পুলিশ ও র‍্যাফ মিলে তা আটকায়। এমনকি বিষয়টি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও জোরপূর্বক উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।”

মমতা বন্দ্যোপাধ্যায় আরও প্রশ্ন তোলেন, “একটি গণতান্ত্রিক দেশের নাগরিকদের জল, বিদ্যুৎ, বাসস্থানের মতো মৌলিক অধিকার কেড়ে নেওয়া হলে আমরা কিভাবে নিজেদের গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলে দাবি করি?”

আরও পড়ুন-দুর্গাপুজোর পরে কাশ্মীর যাওয়ার চেষ্টা করবেন, আব্দুল্লার আমন্ত্রণে সম্মতি মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, বাংলায় বাঙালিদের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ায় বিজেপি এখন দেশের অন্যান্য রাজ্যে ‘বাংলা বিরোধী’ মনোভাব ছড়িয়ে দিচ্ছে। তিনি বলেন, “গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশা, মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যে বাঙালি ভাষাভাষীদের নিশানা করা হচ্ছে। এবং এখন সেই শত্রুতা জাতীয় রাজধানীতেও পৌঁছে গিয়েছে।”

বিজেপিকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা ভাষায় কথা বললেই কেউ বাংলাদেশি হয়ে যায় না। এই ভাষাভাষীরা ভারতের নাগরিক। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের অনুপ্রবেশকারী বলে দেগে তাঁদের উপর যে আচরণ করা হচ্ছে, তা অত্যন্ত লজ্জাজনক।”

আরও পড়ুন-”জম্মু-কাশ্মীর প্রস্তুত আপনাদের স্বাগত জানাতে” মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের পর বার্তা ওমর আব্দুল্লার

শেষে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা চুপ করে থাকব না। বাংলার মানুষকে এদেশে অনাহূত অতিথির মতো ব্যবহার করলে আমরা তার বিরুদ্ধে সবরকম মঞ্চে প্রতিবাদ জানাব। বাংলার সরকার সমস্ত নিপীড়িত কণ্ঠের পাশে আছে।”

Latest article