বৈশাখ মাস আসতে এখনও ১২ দিন মতো বাকি আছে। এর মধ্যেই প্রখর দাবদাহে একপ্রকার অতিষ্ঠ গোটা রাজ্য। এবছরও নির্ধারিত সময়ের আগেই গরমের ছুটি (Summer vacation) ঘোষণা করা হবে কিনা এই নিয়ে আলোচনা পর্ব চলেছে বিভিন্ন ক্ষেত্রে। অবশেষে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগের বছরগুলির মতোই সাংবাদিক বৈঠক থেকে নির্ধারিত সময়ের আগেই ছুটি ঘোষণা করে দিলেন।
আরও পড়ুন-”আমরা তিন মাসের মধ্যেই নিয়োগ করে দেব”, রায় উল্লেখ করে জানান মুখ্যমন্ত্রী
৩০ এপ্রিল থেকে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে একথা জানান তিনি। যদিও শিক্ষা দফতরের সূচি অনুযায়ী চলতি বছর গরমের ছুটি ১২ মে থেকে শুরু হয়ে ২৩ মে পর্যন্ত চলার কথা। অর্থাৎ, ১১ দিনের জন্য স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পশ্চিমবঙ্গ গ্রীষ্মপ্রধান রাজ্যে এবং ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যে তাপপ্রবাহের জেরে অসুস্থ হয়ে পড়ছে বেশ কিছু পড়ুয়া। আজ মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে, ১২ দিন এগিয়ে এল ছুটি।
আরও পড়ুন-ট্রেনের ধাক্কায় হাতিমৃত্যু আটকাতে এআই প্রযুক্তির ব্যবহার করে চাপড়ামারি জঙ্গলে বসল নতুন যন্ত্র
প্রসঙ্গত, গত বছরও নির্ধারিত সময়ের আগেই ছুটি ঘোষণা করা হয়। ৯ মে থেকে ২০ মে পর্যন্ত ছুটি থাকার কথা ঠিক হলেও তীব্র দাবদাহের ফলে ২১ এপ্রিল থেকেই স্কুল বন্ধ হয়ে যায় এবং ২ জুন পর্যন্ত চলে। এবারও ছুটি শুরু হয়ে যাচ্ছে ৩০ এপ্রিল থেকে। কবে স্কুল খুলবে, সেটা অবশ্য এখনও জানা যায়নি।