কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও ত্রাণ-সাহায্য সামলাচ্ছে রাজ্য, মানুষের কাছে সাহায্যের আর্জি মুখ্যমন্ত্রীর

Must read

এত বড় প্রাকৃতিক বিপর্যয় একাই সামলে দিচ্ছে রাজ্য। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও চলছে ত্রাণ ও সাহায্যের কাজ। এবার সাধারণ মানুষকেও এগিয়ে এসে রাজ্যের তহবিলে দান করার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee)। বুধবার দার্জিলিংয়ে উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে পর্যালোচনা বৈঠক থেকে এই আর্জি জানালেন রাজের প্রশাসনিক প্রধান। তিনি জানান, কোনও নগদ অর্থ নয়, যাঁরা আর্থিক সাহায্য করতে চান, তাঁরা সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠান। রাজের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সফরসঙ্গী অরূপ বিশ্বাসকে নিয়ে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে জেলাশাসককে নির্দেশ দেন, অ্যাকাউন্টের সম্পূর্ণ বিবরণ সবাইকে জানানোর।

আরও পড়ুন- আজ দার্জিলিংয়ের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এ বিষয় ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee)। তিনি স্পষ্ট জানান, রাজ্যের বকেয়া দেয় না কেন্দ্র। একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস, সড়ক কোনও টাকা বাংলাতে দেয় না মোদি সরকার। তা সত্ত্বেও রাজ্য সরকার একাই সব সামাল দিচ্ছে। এই পরিস্থিতি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান রাজ্যের প্রশাসনিক প্রধান।

দ্বিচারিতার অভিযোগ এনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা এক পয়সা পাইনি, তা সত্ত্বেও আমাদের সরকার কীভাবে মানুষকে সাহায্য করেছে সেটা সবাই দেখতে পাচ্ছেন।” সাধারণমানুষের উদ্দেশে মুখ্যমন্ত্রী আবেদন করেন, “কেন্দ্র টাকা না দিলেও আমরা আমাদের কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে যদি কেউ সাহায্য করতে চান, সেজন্য সরকারের তরফে ডিজাস্টার রিলিফ ফান্ড চালু করা হয়েছে। ওয়েস্টবেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানজেমেন্ট অথরিটির নামে এই ফান্ড চালু করা হয়েছে। চাইলে সরাসরি যে কেউ এই ফান্ডে সাহায্য করতে পারেন।”

Latest article