গ্রুপ সি ও গ্রুপ ডি আশ্বাস মুখ্যমন্ত্রীর

Must read

প্রতিবেদন : সুপ্রিম কোর্টের নতুন রায়ে চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকারা আপাতত স্বস্তিতে। আরও কয়েক মাস তাঁরা স্কুলে গিয়ে পড়াতে পারবেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। তবে শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ সি ও ডি কর্মীদের এই সুযোগ দেওয়া হয়নি। চাকরিহারা সেই কর্মীদের ভেঙে না পড়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। পাশে থাকার আশ্বাস দিয়ে জানালেন, আইনি উপায়েই তাঁদের সমস্যা মেটানোর পথ বের করবেন তিনি। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠক চাকরিহারাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের যা করণীয় করব। আমার উপর ছেড়ে দিন বিষয়টা। আমাদের আইনজীবীদের দিল্লি থেকে আসতে দিন। ওঁদের সঙ্গে বসব, কথা বলব। সমস্যার সমাধান করতে সময় লাগে। তাড়াহুড়োতে কারও কথায়, প্ররোচনায় পা দেবেন না। আইনের প্রতি ভরসা ও আমাদের উপর বিশ্বাস রাখুন। আইনের সাহায্যে কোনও পথ খুঁজে বের করব।

আরও পড়ুন- মানুষের সেবার কোনও সময়সীমা থাকে না, কেন্দ্রকে বার্তা অভিষেকের

Latest article