আরামবাগ ও ঘাটালে আজ মুখ্যমন্ত্রী

আজ, মঙ্গলবার আরামবাগ হয়ে ঘাটাল যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুটি জায়গাতেই বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন তিনি।

Must read

প্রতিবেদন : আজ, মঙ্গলবার আরামবাগ হয়ে ঘাটাল যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুটি জায়গাতেই বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন তিনি। আজ প্রথমে আরামবাগ পৌঁছবেন তিনি। সেখান থেকে যাবেন কামারপুকুর চটিতে। সেখান থেকে ভার্চুয়ালি মঠের একটি অতিথি নিবাস ও কার পার্কিংয়ের উদ্বোধন করবেন।

আরও পড়ুন-জীবন ও স্বাস্থ্যবিমার উপর জিএসটি নিয়ে সিদ্ধান্ত হয়নি

এরপর খানাকুল-সহ আরামবাগের বন্যা পরিস্থিতি ঘুরে দেখবেন। সেখান থেকে যাবেন ঘাটাল। এই অঞ্চলের ময়রাপুকুরে অপেক্ষায় থাকবেন মন্ত্রী মানস ভুঁইয়া, জেলা সভাপতি অজিত মাইতি-সহ জেলার নেতা ও প্রশাসনের কর্তারা। আরামবাগের প্রশাসনিক প্রস্তুতি সারা। ঘাটালের বন্যা পরিস্থিতিও খতিয়ে দেখবেন। উপস্থিত থাকবেন সাংসদ দেব। এবছর ব্যাপক বৃষ্টি ছাড়াও অনিয়ন্ত্রিত ভাবে জল ছেড়েছে ডিভিসি। তাতে বহু এলাকা প্লাবিত হয়েছে। দুর্গতদের পাশে আছে রাজ্য সরকার। ডিভিসি নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। আগামী কাল, বুধবার ঝাড়গ্রামে পৌঁছবেন তিনি। সেখানেও রয়েছে একাধিক কর্মসূচি।

Latest article