প্রতিবেদন : গঙ্গাসাগর (Gangasagar) মেলার মেগা প্রস্তুতি-বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে একাধিক প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার। গোটা বিষয়টি নিজেই মনিটর করছেন মুখ্যমন্ত্রী। তবে বিরাট এই মেলার সুষ্ঠু আয়োজনের জন্য পুলিশ-প্রশাসন এবং মন্ত্রীদের দায়িত্ব ভাগ করে দিয়েছেন। এদিন নবান্ন সভাঘরে রাজ্য সরকারের ১৭টি দফতরের মন্ত্রী, সচিব-সহ অফিসারদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন রেল, বিএসএনএল, নেভি এবং পোর্টের কর্তারাও। গঙ্গাসাগর মেলার বৈঠকে এদিনও কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা তুলেন ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কুম্ভ মেলাকে জাতীয় মেলার তকমা দেওয়া হয়েছে। তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু বহুবার বলার পরেও গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার তকমা দেওয়া হয়নি। কেন্দ্র এই মেলার কোনও টাকা দেয় না। পুরোটাই রাজ্য সরকার খরচ করে। তিনি বলেন, ফের একবার চিঠি যাবে জাতীয় মেলার স্বীকৃতির জন্য। পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে মুড়ি গঙ্গার উপরে সেতু নির্মাণ করবে রাজ্য সরকার। যার সার্ভে এবং ডিপিআর হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৫ কিলোমিটার দীর্ঘ ৪ লেনের এই সেতু তৈরির খরচ দেড় হাজার কোটি টাকা। সেতুটি সম্পূর্ণ হতে ৪ বছর সময় লাগবে। এর নাম তিনি দিয়েছেন ‘গঙ্গাসাগর সেতু’। মেলায় মেগা কন্ট্রোল রুম থেকে পর্যাপ্ত পরিমাণে ভেসেল, বার্জ, লঞ্চ, সিসিটিভি, দমকল, গাড়ি, মেডিক্যাল ক্যাম্প, পর্যাপ্ত ডাক্তার, মেলায় অংশগ্রহণকারীদের সকলের জন্য ৫ লক্ষ টাকার বিমা— সবই ব্যবস্থা করা হয়েছে।