আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্পে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর যাত্রাপথে মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হচ্ছিল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি।

Must read

সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : মুখ্যমন্ত্রীর যাত্রাপথে মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হচ্ছিল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি। মুখ্যমন্ত্রী আসতে পারেন ক্যাম্প পরিদর্শনে, এ কথা মাথায় রেখে বুধবার সকাল থেকেই জোরকদমে চলছিল প্রস্তুতি।

আরও পড়ুন-বিজেপি-রাজ্যে ধর্ষিতার পরিবারের সঙ্গেও কি দেখা করবেন শাহ, প্রশ্ন তৃণমূলের

সকালেই পৌঁছে যান পুরপ্রধান-সহ মেদিনীপুর পুরসভার একাধিক কাউন্সিলর। কনভয় নিয়ে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী মিনিট কয়েকের জন্য গাড়ি থেকে নামেন সেখানে। পুরপ্রধানের কাছ থেকে খবর নিয়েই গাড়িতে উঠে রওনা দেন ঝাড়গ্রামের উদ্দেশে। বেরোনোর সময় মুখ্যমন্ত্রী বলেন, প্রচুর মানুষের ভিড়, তাই ঢুকলাম না। মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর পুরপ্রধান সৌমেন খান জানান, আমার পাড়া ‘আমার সমাধান কর্মসূচি’ ভাল করে করার কথা জানিয়ে যান মুখ্যমন্ত্রী। অন্যদিকে খড়্গপুরের তৃণমূল নেতা দেবাশিস চৌধুরির সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। খড়্গপুরের সব নেতাকে নিয়ে একসঙ্গে কাজ করার বার্তা দেন দলনেত্রী। মুখ্যমন্ত্রীকে খড়্গপুর আসার আহ্বান জানান দেবাশিস।

Latest article