রাজ্যপালকে বিজয়ার শুভেচ্ছা জানাতে রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার সন্ধেয় রাজভবনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ছ’টা নাগাদ রাজভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী। আধঘণ্টার কিছু বেশি সময় সেখানে ছিলেন। রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, সৌজন্য সাক্ষাৎ করতে এবং বিজয়ার শুভেচ্ছা বিনিময় করতে তিনি রাজভবনে এসেছিলেন। দশমীর পর বিজয়ার শুভেচ্ছা জানিয়ে রাজভবন থেকে মুখ্যমন্ত্রীর বাড়িতে মিষ্টি পাঠানো হয়েছিল। মুখ্যমন্ত্রীর দফতর থেকেও একই ভাবে মিষ্টি পাঠানো হয় রাজভবনে। তবে এ বার মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের মধ্যে সামনাসামনি বিজয়ার শুভেচ্ছা বিনিময় হল।
উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে রাজ্যপাল আজই কলকাতায় ফিরেছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) জানান নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁকেও আজ তিনি দেখতে গিয়েছিলেন। আগামীকাল অভিজিৎ বাবু কলকাতায় আসছেন।
আরও পড়ুন-কুড়মালি ভাষায় এমএ করতে পারবেন পড়ুয়ারা, খুশি মুখ্যমন্ত্রী