ইস্টবেঙ্গলের তথ্যচিত্র উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ইস্টবেঙ্গলের শতবর্ষ উপলক্ষে নির্মিত তথ্যচিত্র ‘মশাল’ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশক গৌতম ঘোষ এবং প্রযোজক সঞ্জীব আচার্য।

Must read

প্রতিবেদন : ইস্টবেঙ্গলের শতবর্ষ উপলক্ষে নির্মিত তথ্যচিত্র ‘মশাল’ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশক গৌতম ঘোষ এবং প্রযোজক সঞ্জীব আচার্য। তথ্যচিত্রটি দেখানো হবে রবীন্দ্র সদনে আগামী ২৪ এপ্রিল বিকেল সাড়ে পাঁচটা থেকে। ইস্টবেঙ্গল কর্তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে তথ্যচিত্র উদ্বোধনে আসছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-পরিকাঠামো উন্নয়নে লক্ষ্য পেরিয়ে রাজ্যে সেরা জেলা কৃষি দফতর

ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বললেন, ‘‘মুখ্যমন্ত্রী আসছেন তথ্যচিত্রের উদ্বোধন করতে। তবে আমরা এই বিষয়ে বিস্তারিত জানাব সাংবাদিক সম্মেলন করে।’’ তবে ক্লাব সূত্রে জানা গিয়েছে, ২৪ এপ্রিল বিকেল ৫.৩০ মিনিটে তথ্যচিত্র উদ্বোধনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিলিত হবেন আই লিগ জয়ী ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলারদের সঙ্গে। ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ ঘিরে নানা পরিকল্পনা নেওয়া হয়েছিল পাঁচ বছর আগে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল গৌতম ঘোষের পরিচালনায় তথ্যচিত্র ‘মশাল’। ২০২০ সালে ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষে তথ্যচিত্রের কাজ শুরুও হয়েছিল। কিন্তু কোভিডের কারণে শুটিং বন্ধ করে দিতে বাধ্য হন পরিচালক। ফলে ‘মশাল’-এর কাজ শেষ করতে পাঁচ বছর সময় লেগে যায়। ৫৮ মিনিটের তথ্যচিত্রে ইস্টবেঙ্গল ক্লাবের ১০০ বছরের ইতিহাসকে তুলে ধরা হয়েছে।

Latest article