জীবন বাঁচানো আট বীরকে পুরস্কার মুখ্যমন্ত্রীর

জীবন বাজি রেখে যাঁরা হড়পা বানে ভেসে যাওয়া মানুষদের বাঁচিয়েছেন, তাঁদের প্রত্যেককে পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

বাসুদেব ভট্টাচার্য জলপাইগুড়ি: জীবন বাজি রেখে যাঁরা হড়পা বানে ভেসে যাওয়া মানুষদের বাঁচিয়েছেন, তাঁদের প্রত্যেককে পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মালবাজারে প্রশাসনিক বৈঠকে তাঁদের আটজনকে ডেকে এক লক্ষ টাকা করে পুরস্কার দিলেন। পাশাপাশি তাঁদের প্রত্যেককে সিভিক ভলান্টিয়ারের চাকরির অফার দিলেন। তাঁদের তিনজন সিভিক ভলান্টিয়ারের চাকরি নিয়েছেন।

আরও পড়ুন-প্রদীপ ও অন্য পূজা উপকরণে কুমোরপাড়ায় আলো

একজন মাল পুরসভায় অস্থায়ী কর্মীর কাজ করেন, তিনি স্থায়ীকরণের অনুরোধ রাখেন মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী ওঁদের ডেকে জিজ্ঞেস করেন কী প্রয়োজন। তাঁরা তাঁদের পরিবারকে সঠিকভাবে প্রতিপালন করতে পারেন এমন ব্যবস্থা করার আবেদন করেন। তখনই মুখ্যমন্ত্রী সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন। অস্থায়ী কর্মীর স্থায়ীকরণের বিষয়টি দেখার জন্য মাল পুরসভা ও জেলাশাসককে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীকে এত কাছে পেয়ে এবং তাঁর মমতাময়ী রূপ দেখে বেজায় খুশি তাঁরা। মানিক মহম্মদ, বিশ্বজিৎ বিশ্বাস ও মনোজ মুন্ডা, এই তিনজন চাকরি নেন। আমিরা মাহাতো অস্থায়ী চাকরি স্থায়ী করার আবেদন জানান। মানিক জানালেন, মুখ্যমন্ত্রী এইরকমই হওয়া উচিত। মনোজ জানালেন, তাঁরা এতটা আশাই করেননি। বিশ্বজিৎ বিশ্বাসই করতে পারছিলেন না, তাঁকে মুখ্যমন্ত্রী ডাকবেন।

Latest article