পুলিশদের পুরস্কার মুখ্যমন্ত্রীর

রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব যাঁরা কান্ডারি হিসেবে সামলান এবার তাঁদের পুরস্কৃত করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন: রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব যাঁরা কান্ডারি হিসেবে সামলান এবার তাঁদের পুরস্কৃত করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা দিবসের দিন রাজ্যের একাধিক পুলিশ অফিসারকে কৃতিত্বের জন‌্য পুরস্কৃত করবেন মুখ‌্যমন্ত্রী।

আরও পড়ুন-দেশে নাগরিকত্বের প্রমাণ কোনগুলি? জবাব এড়িয়ে ধোঁয়াশা বাড়াল কেন্দ্র

‘চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল ফর আউসস্ট্যান্ডিং সার্ভিস’ এবং ‘চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল ফর কমান্ডেবল সার্ভিস’ এই দুই বিভাগে পুরস্কৃত হবেন পুলিশরা। রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই পুরস্কার দেবেন মুখ্যমন্ত্রী। ‘চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল ফর আউসস্ট্যান্ডিং সার্ভিস’ তালিকায় রয়েছেন চার আইপিএস। দু’জন পাবেন ‘চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল ফর কমান্ডেবল সার্ভিস’ পুরস্কার।

Latest article