প্রতিবেদন : নতুন বছরের শুরুতেই প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ২ জানুয়ারি নবান্ন সভাঘরে সরকারি কাজ ও প্রকল্পের পর্যালোচনায় এই বৈঠক ডেকেছেন তিনি। মুখ্যমন্ত্রী ওইদিন রাজ্য, জেলা এবং ব্লক স্তরের বিভিন্ন সরকারি কাজের পর্যালোচনা করবেন।
প্রশাসনিক কাজে আরও গতি সঞ্চারের লক্ষ্যে বছরের শুরুতেই বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনমুখী বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি আরও বেশি সংখ্যক মানুষের কাছে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ওই বৈঠক থেকেই দিকনির্দেশ করবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সভাঘরের এই বৈঠকে সমস্ত জেলাশাসক, পুলিশ সুপাররা ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। আর সভাঘরে উপস্থিত থাকবেন বিভিন্ন দফতরের মন্ত্রী, সচিব-সহ উচ্চপদস্থ আধিকারিকরা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সরকারকে নতুন বছরে সাধারণ মানুষের আরও কাছে কীভাবে পৌঁছে দেওয়া যায় তা নিয়েই মূলত আলোচনা হতে পারে। পাশাপাশি ঘরে-ঘরে জল দেওয়ার যে কাজ চলছে সেই কাজে গতি বাড়াতেও নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী। এর আগে বাড়ি-বাড়ি জল দেওয়ার ইস্যুতে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের কাজে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- মানবিক উদ্যোগ অভিষেকের, ২ জানুয়ারি থেকে সেবাশ্রয়
সোমবারই সন্দেশখালির সভায় দাঁড়িয়ে মমতা (CM Mamata Banerjee) ঘোষণা করেছিলেন নতুন বছরের প্রথম মাসের শেষ সপ্তাহে দুয়ারে সরকার প্রকল্প হবে। প্রত্যন্ত এলাকার কোথায় কোথায় দুয়ারে সরকার বসবে, সেই নিয়েও আলোচনা হতে পারে এই বৈঠকে। একই সঙ্গে, রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়েও বেশ কিছু নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে আবাস নিয়ে বড় ঘোষণা করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছরেও তা নিয়ে নতুন নির্দেশ দিতে পারেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আরও ১৬ লক্ষ মানুষকে বাড়ি দেবেন। সেই প্রেক্ষিতে ২০২৬ সালের আগেই যাতে বাড়ির প্রথম কিস্তির টাকা মানুষকে দেওয়া যায় তা নিয়ে বৈঠকে আলোচনা করবেন তিনি। আগামী ২ তারিখ দুপুর ১টা নাগাদ এই বৈঠক হওয়ার কথা।