সংবাদদাতা, সিউড়ি : নতুন বছরে জয়দেব মেলার প্রাক্কালে বীরভূম (Birbhum) সফরে আসার সম্ভাবনা আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর শহর ঘিরে প্রস্তুতি শুরু করে দিয়েছে বীরভূম জেলা প্রশাসন। মকর সংক্রান্তিতে জয়দেব কেন্দুলি বাউল মেলায় তিনি অংশগ্রহণ করতে পারেন বলে শোনা যাচ্ছে। আগেও তিনি জয়দেবের মেলায় এসেছিলেন। হাজার বাউল শিল্পীর সঙ্গে মুখ্যমন্ত্রী গানও গেয়েছিলেন। গত তিন বছরে তিনি আসেননি।
আরও পড়ুন-ক্ষতিগ্রস্ত আহিরণ সেতু মেরামতির জেরে যানজট
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবার জয়দেব মেলায় আসার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সেখান থেকেই বীরভূম এবং পশ্চিম বর্ধমানের মধ্যে অজয় নদের উপর নতুন সেতু উদ্বোধন করতে পারেন। পাশাপাশি বেশ কিছু সরকারি প্রকল্পের সুবিধা প্রদান, দেউচা পাঁচামি কয়লাখনি প্রকল্পের জমিদাতাদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ারও সম্ভাবনা রয়েছে। বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরি বলেন, মুখ্যমন্ত্রী বীরভূমের মেয়ে। এখানেই তাঁর বাড়ি। যখন খুশি আসতে পারেন। আমরা চাইব, নতুন বছরের সমস্ত শুভ কাজ শুরু হোক বীরভূম দিয়ে এবং সেটা মুখ্যমন্ত্রীর হাত দিয়েই।