মুখ্যমন্ত্রী আসছেন, প্রস্তুতি তুঙ্গে

এসপি জানান, সভার মাঠ, তিনি কোন রাস্তা দিয়ে যাতায়াত করবেন সেটা পরীক্ষা করে দেখে নিচ্ছি। হেলিপ্যাড কোথায় হবে তারও দেখে নেওয়া হল

Must read

সংবাদদাতা, বাঁকুড়া : মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফরকে কেন্দ্র করে শুরু হয়েছে পুলিশি তৎপরতা। জনসভা হবে পয়লা জুন, পলাশ সংলগ্ন মাঠে। সেই মাঠ পরিদর্শনে আসেন, জেলা পুলিশ সুপার ভৈরব তেওয়ারি ও অন্য পুলিশ আধিকারিকরা। এসপি জানান, সভার মাঠ, তিনি কোন রাস্তা দিয়ে যাতায়াত করবেন সেটা পরীক্ষা করে দেখে নিচ্ছি। হেলিপ্যাড কোথায় হবে তারও দেখে নেওয়া হল। মুখ্যমন্ত্রীর সফরকে সামনে রেখে, জেলা তৃণমূল কংগ্রেসও সেরে নিল প্রস্তুতিসভা। বাঁকুড়া জেলা তৃণমূল ভবনে।

আরও পড়ুন-প্রাথমিক হাসপাতালে ১০০ শয্যার কোভিড বিভাগ

প্রস্তুতি মিটিংয়ে ছিলেন বাঁকুড়া তালডাংরা প্রাক্তন বিধায়ক তথা মুখ্যমন্ত্রীর জনসভার অন্যতম পর্যবেক্ষক সমীর চক্রবর্তী। বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস, তার দুটি সাংগঠনিক জেলা অর্থাৎ বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। প্রস্তুতি বৈঠকে ছিলেন দুই সাংগঠনিক জেলার সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র এবং অলোক মুখোপাধ্যায় ও অন্যরা। প্রস্তুতি বৈঠকের শেষে সমীর চক্রবর্তী জানান, ‘এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভা হবে, তা ঐতিহাসিক সভা হবে। সেদিন তিনি বাঁকুড়া জেলার তৃণমূল কংগ্রেস কর্মীদের আগামী দিনে চলার পথনির্দেশ করবেন।’

Latest article