এই মুহূর্তে মেডিক্যাল ইনস্যুরেন্সে (medical insurance) ১৮ শতাংশ জিএসটি (GST) রয়েছে। অনেকদিন ধরেই এই জিএসটি সম্পূর্ণভাবে মকুবের দাবি জানিয়ে আসছে দেশের বড় বড় বিমা কোম্পানি। কিছুদিন আগেই নাগপুর রেঞ্জের লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন বা এলআইসি-র কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় মন্ত্রী গডকড়ির কাছে একটি স্মারকলিপি জমা দেয়। সেখানেই স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহারের কথা জানানো হয়। জীবনবিমার প্রিমিয়ামের উপরে জিএসটি চাপানো মানে জীবনের অনিশ্চয়তার উপরে জিএসটি চাপানো হচ্ছে।
আরও পড়ুন-বিতর্কে ইতি, সিংহ-সিংহীর নাম বদলালেন খোদ মুখ্যমন্ত্রী
এরপরেই জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের উপরে যে জিএসটি ধার্য করা হয়, সেটা তুলে নেওয়ার কথা জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকড়ি। প্রবীণ নাগরিকদের জন্য সেই বিষয়টি ঠিক কতটা কষ্টকর সেই কথাই উল্লেখ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দেন গডকড়ি। জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের উপর থেকে জিএসটি তুলে নেওয়ার বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করার আর্জি জানান তিনি।
আরও পড়ুন-জলপ্লাবনের মাঝে লখনউয়ে মহিলাদের সঙ্গে ন্যক্কারজনক ঘটনা, বিজেপির যোগীরাজ্যের চিত্র
এই নিয়ে এবার সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে এদিন তিনি জিএসটি প্রসঙ্গে লেখেন, ”ভারত সরকারের কাছে আমাদের দাবি হল মানুষের স্বাস্থ্যের প্রয়োজনীয়তার গুরুত্ব বুঝে জীবন বীমা এবং চিকিৎসা বীমা প্রিমিয়াম থেকে জিএসটি প্রত্যাহার করা হোক। এই জিএসটি খারাপ কারণ এটি জনগণের মৌলিক প্রয়োজন সামলে রাখার ক্ষমতাকে বিরূপভাবে প্রভাবিত করে। ভারত সরকার জনবিরোধী এই জিএসটি প্রত্যাহার না করলে আমরা রাজপথে নামতে বাধ্য হব।”
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…