বর্ষীয়ান অভিনেত্রী (Actress) বাসন্তী চট্টোপাধ্যায়ের প্রয়াণের সঙ্গে সমাপ্ত বাংলা চলচ্চিত্র ও টেলি সিরিয়ালের এক অধ্যায়। বহুদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি। একটি কিডনিও অচল ছিল। এছাড়া ছিল বার্ধক্যজনিত বেশ কিছু সমস্যা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮৮ বছর।
অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া গোটা টলিউড জুড়েই। বাসন্তী দেবীর পরিচারিকা জানান, নতুন করে কোনও সমস্যা তৈরি হয়নি। তবে হঠাৎই চলে গেলেন। গত ছ’মাস শারীরিক ভাবে খুব কষ্ট পেয়েছেন। মঙ্গলবারই ক্যান্সার আক্রান্ত অভিনেত্রীর মৃত্যু হয়। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন-
সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ”প্রবীণ টেলিভিশন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে আমাদের শিল্প ও বিনোদনের জগতে এক অপূরণীয় ক্ষতি হল। আমি তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই।”