কৃতী শুভমকে ফোনে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আইএসসি পরীক্ষায় প্রথম হয়েছে শিলিগুড়ির শুভমকুমার। ফোনে শুভমকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : আইএসসি পরীক্ষায় প্রথম হয়েছে শিলিগুড়ির শুভমকুমার। ফোনে শুভমকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ পুর নিগমের মেয়র পরিষদ ও কাউন্সিলাররা শুভমের বাড়িতে গিয়েছিলেন শুভেচ্ছা জানাতে।

আরও পড়ুন-হুগলি জেলা পরিষদের উদ্যোগে সেতু প্রস্তুত

তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গৌতম দেবের মোবাইলে ফোন করে কথা বলেন শুভমের সাথে। তাকে শুভেচ্ছা জানিয়ে ভাল করে পড়ার কথা বলেন। পাশাপাশি ভবিষ্যতে কী নিয়ে পড়তে চায় তাও জেনেছেন তিনি। মুখ্যমন্ত্রীর সাথে ফোনে কথা বলায় খুশি শুভম ও তার পরিবারের লোকেরা। এছাড়াও এদিন শুভমকে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন গৌতম দেবরা। শুভম ভক্তিনগর সেন্ট জোসেফ স্কুলের ছাত্র ছিল। এই স্কুলটি মেয়র গৌতম দেবের ওয়ার্ডে অবস্থিত। গৌতম দেব বলেন, শুভম আমাদের শহরের নাম উজ্জ্বল করেছে। তার মধ্যে সে যে স্কুলে পড়ত তা তাঁর ওয়ার্ডে তাই খুব খুশি তিনি।

Latest article