প্রতিবেদন : আইসিএসই এবং আইএসসি-তে বাংলার জোড়া সাফল্য। রবিবার আইসিএসসি-র দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত হল। প্রকাশিত মেধাতালিকায় প্রথম থেকে তৃতীয় সব স্থানেই জায়গা করে নিয়েছেন এ রাজ্যের পড়ুয়ারা। আইসিএসই এবং আইএসসি দুই পরীক্ষাতেই প্রথম স্থান পেয়েছেন এ রাজ্যের পড়ুয়ারা। দশমে সবমিলিয়ে পাশের হার ৯৮.৭১ শতাংশ। আইএসসি পরীক্ষায় পাশের হার ৯৬.৮৮ শতাংশ। সকল সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ISC-ICSE- Mamata Banerjee)।
ট্যুইট করে মুখ্যমন্ত্রী (ISC-ICSE- Mamata Banerjee) জানিয়েছেন,“কলকাতা, বাংলা এবং সারাদেশের ICSE এবং ISC টপার এবং সফল পরীক্ষার্থীদের অভিনন্দন!! টপাররা আমাদের গর্বিত করেছেন, দেখিয়েছেন প্রতিভা কী অর্জন করতে পারে। শুভকামনা জানাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমারা রাজ্য ও দেশকে আরও এগিয়ে নিয়ে যাও! বাংলার টপারদের পাশাপাশি, আমি সারা দেশের শিক্ষার্থীদের অভিনন্দন জানাই!!”
Congratulations to the ICSE & ISC toppers and successful examinees from Kolkata and Bengal, and all over the country !! You have performed wonderfully, made us proud, have shown what talents can achieve. Well done my dearest students, take your State and country further forward!…
— Mamata Banerjee (@MamataOfficial) May 15, 2023
কলকাতা-সহ অন্যান্য জেলা থেকে সেরা তিনে আছেন মোট ২২ জন পরীক্ষার্থী। দশমের পরীক্ষায় পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের সম্বিত মুখোপাধ্যায় এ রাজ্য থেকে প্রথম হয়েছেন। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৯। কলকাতার অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলের অনুরাগ নন্দী, মালদার নর্থ পয়েন্ট ইংলিশ অ্যাকাডেমির তৃষা বিহানী, কলকাতার ডি. পল স্কুলের শ্রেয়সী বিশ্বাস, কলকাতার বিবেকানন্দ মিশন স্কুলের সাবিক ইবন খান, জোকার গার্ডেন হাইস্কুলের আরণ্যক রায় ৪৯৮ নম্বর পেয়ে মোট ৫ জন দ্বিতীয় স্থানে রয়েছেন। দশম শ্রেণির মতো দ্বাদশ শ্রেণিতেও প্রথম স্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের দুই পড়ুয়া। জলপাইগুড়ি জেলার ভক্তিনগর সেন্ট জোসেফ স্কুলের ছাত্র শুভম কুমার আগরওয়াল ও কলকাতার হেরিটেজ স্কুলের ছাত্রী মান্য গুপ্তাও প্রথম হয়েছেন। দ্বিতীয় স্থানে রাজ্য থেকে রয়েছেন মোট ৬ জন। তাঁদের প্রাপ্ত নম্বর ৯৯.৫ শতাংশ। তাঁরা হলেন, কলকাতার জিডি বিড়লা স্কুলের শুভশ্রী সাহু, হাওড়ার এমসি কেজরিওয়াল বিদ্যাপীঠের সিদ্ধার্থ কুমার দুগার, বেলঘরিয়ার অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলের অনুষ্কা সামন্ত, কলকাতার প্র্যাট মেমোরিয়াল স্কুলের অনুষা মাইতি, জিডি বিড়লা স্কুলের ঐশী গঙ্গোপাধ্যায় এবং কলকাতার মডার্ন হাই স্কুলের অন্তরা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- বাংলার ১৩০০ কোটি ডলার পণ্য রফতানি