বাংলার দুই কৃতীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

জেইই মেইনস ২০২৫-এর দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

Must read

প্রতিবেদন : জেইই মেইনস ২০২৫-এর দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষায় যে ২৪ জন প্রার্থীর প্রাপ্ত ‘স্কোর’ ১০০-তে ঠেকেছে তাঁদের মধ্যে বাংলার থেকে দুই কৃতী পরীক্ষার্থী খড়গপুরের অর্চিষ্মান নন্দী এবং কাটোয়ার দেবদত্তা মাঝির প্রাপ্ত পার্সেন্টাইল হল ১০০। এই দু’জনকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-বিজেপি-রাজ্যের ছাত্রদের ভিসা বন্ধ করল অস্ট্রেলিয়া

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ২০২৫ জেইই মেইন পরীক্ষায় দেবদত্তা মাজি ও অর্চিষ্মান নন্দী ১০০ শতাংশ নম্বর পাওয়ায় তাঁদের অভিনন্দন। এই সাফল্য দেশব্যাপী হওয়া সম্মানজনক এই পরীক্ষায় তাঁদের প্রথম সারিতে তুলে দিয়েছে। সেই সঙ্গে এটাও সুখের কথা যে এই দু’জনেই ২০২৩ সালের দশম শ্রেণির পরীক্ষায় নিজেদের বোর্ডে সর্বোচ্চ স্থান অর্জন করেছিল। এই দুই কৃতীকেই ১ জুন ২০২৪-এ বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে আমি সংবর্ধিত করেছিলাম।
দেবদত্তার কথা আলাদা করে জানিয়ে তিনি লেখেন, আমি বিশেষভাবে তৃপ্ত যে দেবদত্তা মধ্যশিক্ষা পর্ষদের ছাত্রী ছিল এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অধীনেই পড়া সম্পূর্ণ করে। রাজ্য পরিচালিত বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষারও কৃতী দেবদত্তা, যে ২০২২ সালে সেই পরীক্ষায় সর্বোচ্চ স্থান অর্জন করেছিল। এদের দু’জনের সাফল্য আমাদের কাছে গর্বের এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রতিফলন করে। দু’জনকেই আগামীর শুভেচ্ছা। আমাদের সরকার তোমাদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।
এবারে প্রবেশিকা পরীক্ষা হয়েছিল ২ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত। পরীক্ষা শেষের ১০ দিনের মাথায় প্রকাশিত হল ফলাফল।

Latest article