সংবাদদাতা, পুরুলিয়া : ২৫ সেপ্টেম্বর করম উৎসব। তার বহু আগেই জঙ্গলমহলের অন্যতম এই উৎসবে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে তিনি এই ছুটির কথা ঘোষণা করতেই আনন্দ ছড়িয়ে পড়ে জঙ্গলমহলে। আগে করম পরবের দিনটিতে সেকশনাল হলিডে দিয়েছিলেন মুখ্যমন্ত্রীই। তার আগে করমে কোনও ছুটি ছিল না।
আরও পড়ুন-মৃত দশ বছরের ছেলের চক্ষুদান নজির গড়লেন বাবা-মা
বৃহস্পতিবার সকাল থেকেই গোটা জঙ্গলমহলে বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়ে যায়। করম কুর্মিদের বৃহত্তম উৎসব হলেও জঙ্গলমহলের অন্যান্য কয়েকটি জনজাতিও এই পরব পালন করেন। ফলে পুরো বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছেন মানুষ। এদিন আদিবাসী কুর্মি সমাজের মূল মানতা, মূল খুঁটি অজিতপ্রসাদ মাহাত বলেন, এটা অবশ্যই ভাল সিদ্ধান্ত। জঙ্গলমহল তথা কুর্মি জনজাতিরা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন। কুর্মি সমাজের নেতা রাজেশ মাহাতোও মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
আরও পড়ুন-বঙ্গগৌরব পাচ্ছেন নাসা-স্বীকৃত বিজ্ঞানী উজ্জ্বল
পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, করম হল সৃষ্টির উৎসব। এটি কুমারী মেয়েদের ব্রত। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালিত হয়। মুখ্যমন্ত্রী যে জঙ্গলমহলের কতটা আপন, এই ঘোষণায় তাই প্রমাণিত হল।